সন্দীপন তালুকদার সুজন,শাল্লা
সুনামগঞ্জের শাল্লা উপজেলার ভাটি বাংলা কলেজের ২০২২ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২৬ অক্টোবর (বুধবার) দুপুরে আনন্দপুরস্থ ভাটি বাংলা কলেজ মাঠে বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।ভাটি বাংলা কলেজের উদ্যোগে বিদায় অনুষ্ঠানটি অধ্যক্ষ রন্টু কুমার দাশের সভাপতিত্বে ও প্রভাষক জাকির হোসেন তালুকদারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আবু তালেব।অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এড.দিপু রঞ্জন দাশ, প্রভাষক প্রীতেশ চন্দ্র দাশ, প্রভাষক সুমন সরকার,শাল্লা উপজেলা প্রেসক্লাবের সভাপতি জয়ন্ত সেন, কলেজের দাতা সদস্য মিহির কান্তি রায়,শিক্ষার্থী অমিত দাস, বিপ্লু মাহিস্য দাস,মণিরাজ দাস, বৃষ্টি সরকার, অনজিৎ দাস,পাম্পী রাণী দাস সহ প্রমুখ।
বক্তারা বলেন প্রয়াত জাতীয় নেতা, সাবেক মন্ত্রী, সংবিধান প্রনেতা সুরঞ্জিত সেনগুপ্তের ঐকান্তিক প্রচেষ্টায় উপজেলার আনন্দপুর গ্রামে ভাটি বাংলা কলেজটি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠাকালীন হতে নানা প্রতিকূলতা পেড়িয়ে কলেজটি এ পর্যন্ত সুন্দর ও সুশৃঙ্খলভাবে সন্তোষজনক পাঠদান কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ভাটি বাংলা কলেজকে দ্রুত এমপিওভূক্তির দাবিও জানান বক্তারা।
বিদায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক বাহাড়া ইউপি চেয়ারম্যান ও মুক্তিযুদ্ধের সংগঠক রামানন্দ দাশ, বীর মুক্তিযোদ্ধা হরেন্দ্র দাশ, দরশন বিশ্বাস সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বিদায় অনুষ্ঠান শেষে আনন্দপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দ্র সরকার ভাটি বাংলা কলেজ উন্নয়নের জন্য ৫০০০০/- হাজার টাকা অনুদান দেওয়ার ঘোষণা দেন। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে কলেজের বিদায় অনুষ্ঠানের কার্যক্রম সমাপ্ত করা হয়।
কমেন্ট করুন