স্বপন কুমার বর্মন, বিশ্বম্ভরপুর(সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
বিশ্বম্ভরপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দূর্নীতিকে না বলুন এ প্রত্যয় ব্যক্ত করে আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস/২০২৪ উদযাপন করা হয়। সোমবার(০৯ডিসেম্বর) উপজেলা সদরে উপজেলা প্রশাসন ও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস পালনের কর্মসূচির মধ্যে ছিল জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় ও দুদুকের আনুষ্ঠানিক ভাবে পতাকা উত্তোলন, প্রধান সড়কে প্রচার মূলক মানববন্ধন ও আলোচনা সভা। তাছাড়া ডব ব্যানার ও ব্যানার ফেস্টুনের মাধ্যমে প্রচারনা করা হয়। জাতীয় সংগীত ও পতাকা উত্তোলন এবং মানববন্ধন শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দিবস উপলক্ষে আলোচনা সভা হয়। “দূর্নীতির বিরুদ্ধে তারুণের একতা, গরবে আগামীর শুদ্ধতা” এ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক স্বপন কুমার বর্মনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মফিজুর রহমান। আরো বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহেল মারুফ ফারুকী, সরকারি ডিবিডি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রমুদ চক্রবর্তী, মহিলা বিষয়ক কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ আফজাল হোসেন, বাদাঘাট(দঃ) ইউপি চেয়ারম্যান মোঃ ছবাব মিয়া, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল আজিজ, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা শিউলী বেগম, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি মোঃ গিয়াস উদ্দিন, সদস্য মোঃ হান্নান, ফায়ার সার্ভিস প্রতিনিধি মোঃ হায়দার মিয়া প্রমুখ। সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জন প্রতিনিধি, শিক্ষক প্রতিনিধি, এনজিও প্রতিনিধি, সাংবাদিক সহ সুশীল সমাজের প্রতিনিধিগন উপস্থিত ছিলেন। বক্তাগন সামাজিক আন্দোলনের মাধ্যমে দূর্নীতিকে না বলে দূর্নীতি মুক্ত নতুন বাংলাদেশ গড়তে সকলকে এগিয়ে আসার আহবান জানান।
কমেন্ট করুন