তাহিরপুর সংবাদদাতাঃ-দেশের দ্বিতীয় রামসার সাইট টাঙ্গুয়ার হাওরে অভিযান চালিয়ে ৫০০ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ ও ৫ জেলেকে আটক করেছে তাহিরপুর উপজেলা প্রশাসন। আটককৃত জেলেদের নাম তাৎক্ষণিক জানা যায়নি।
জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় টাঙ্গুয়ার বিভিন্ন হাওরে অভিযান চালিয়ে ৫০০ মিটার চায়না জাল, রিং ছাই, কারেন্ট জাল সহ বিভিন্ন জাল জব্দ করা হয়। এ সময় অবৈধভাবে কারেন্ট জাল দিয়ে মাছ ধরার কারণে ৫ জেলে আটক জনকে আটক করা হয়। পরে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর ধারা ৫ অনুযায়ী ৫০০০ টাকা জরিমানা করা হয় এবং হাওরপাড়ে সবার সম্মুখে জব্দকৃত জাল আগুন দিয়ে পুড়ানো হয়।
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার আবুল হাসেম বিষয়টি নিশ্চিত করে বলেন, টাঙ্গুয়ার হাওরে নিষিদ্ধ জাল দিয়ে মাছ ধরার অপরাধে কারেন্ট জালসহ ৫ জনকে আটক করা হয়। পরে তাদের একশো টাকা করে জরিমানা এবং জব্দকৃত জাল জনসম্মুখে পুড়ানো হয়েছে। তিনি বলেন, এ ধরনের অভিযান হাওরে সব সময় অব্যাহত থাকবে।
কমেন্ট করুন