স্বপন কুমার বর্মন, বিশ্বম্ভরপুর(সুনামগঞ্জ) প্রতিনিধিঃ অসাস্প্রদায়িক ও শান্তি-সম্প্রীতির বাংলাদেশ চাই এবং নারীদের প্রতি সকল ধরনের সহিংসতা প্রতিরোধে সচেতনতা বিষয়ে বিশ্বম্ভরপুর উপজেলা যুব ফোরামের আয়োজনে র্যালী ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। বুধবার(১১ডিসেম্বর) দুপুরে উপজেলা প্রশাসন প্রঙ্গনে উপজেলা যুব ফোরামের আয়োজনে ও রুপান্তরের বাস্তবায়নে উক্ত র্যালী শেষে মানববন্ধনে অসাম্প্রদায়িক ও শান্তি সম্প্রীতির বাংলাদেশ গড়ার লক্ষে বক্তাগন তুলে ধরেন। বর্তমান সময়ে সকল প্রকার নারীদের প্রতি সহিংসতা প্রতিরোধ সহ অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষে সকল মহলের প্রতি আহবান জানানো হয়। উল্লেখ্য যে, রুপান্তরের বাস্তবায়নে ও উপজেলা যুব ফোরামের সদস্যরা উপজেলা বিভিন্ন সামাজিক কর্মকান্ড করে যাচ্ছে। আগামী দিনগুলোতে উপজেলা যুব ফোরাম প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলা সহ সামাজিক কর্মকান্ড করে যাবে। মানববন্ধনে অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন, সাধারন সম্পাদক সালেহ আহমদ। উপজেলা যুব ফোরামের শফিকুল হাসান সুজনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন যুব ফোরাম সংগঠনের পক্ষে মাহমুদা আক্তার, রিতা বিশ্বাস, শামছুন্নাহার শিলা, পিনাক দাস প্রমুখ।
কমেন্ট করুন