সুনামগঞ্জের শাল্লা উপজেলা ও শাল্লা সরকারি ডিগ্রি কলেজ ছাত্রলীগের উদ্যোগে বুধবার (৮ জুন) দুপুরে উপজেলার আ’লীগ অফিসে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।
বিগত ৪জুন বাংলাদেশ ছাত্রলীগ,সুনামগঞ্জ জেলা শাখার এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক জেলা ছাত্রলীগের সভাপতি দীপঙ্কর কান্তি দে ও সাধারণ সম্পাদক আশিকুর রহমান রিপনের স্বাক্ষরিত পরিপত্রে শাল্লা উপজেলা ও শাল্লা সরকারি ডিগ্রি কলেজ ছাত্রলীগের নতুন কমিটি গঠনের লক্ষ্যে সভাপতি/সম্পাদক পদ প্রত্যাশীদের নিকট থেকে সাত কার্যদিবসের মধ্যে জীবন বৃত্তান্ত জেলা ছাত্রলীগের দপ্তর সেলে প্রেরণ করার আহ্বান জানানো হয়।
জেলা ছাত্রলীগের বিজ্ঞপ্তি অনুযায়ী শাল্লা উপজেলা ও কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা জীবন বৃত্তান্ত প্রেরনের জন্য জরুরি সভায় মিলিত হন।উক্ত সভায় বক্তব্য রাখেন পলাশ চৌধুরী, সাইফুল ইসলাম জেনাউর,সৌমেন সরকার, রাজু রঞ্জন দাশ, সাদিকুর মিয়া,রূপক চন্দ্র দাশ, রুবেল চন্দ্র দাশ,নাঈমুর রহমান, রফিকুল ইসলাম, সাগর চন্দ্র দাশ সহ প্রমুখ।
কমেন্ট করুন