স্বপন কুমার বর্মন, বিশ্বম্ভরপুর(সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
বিশ্বম্ভরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং বেগম রোকেয়া দিবস/২০২৪ উদযাপন করা হয়। সোমবার (০৯ডিসেম্বর) উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে বেগম রোকেয়া দিবস উপলক্ষে আলোচনা সভা ও জৈয়তাদেরকে সংবর্ধনা প্রদান করা হয়। “নারী-কন্যার সুরক্ষা করি, সহিংসতামুক্ত বিশ্ব গড়ি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসের উপলক্ষে আলোচনা ও জৈয়তাদের মধ্যে পুরস্কার বিতরন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মফিজুর রহমান। উপজেলা মহিলা বিষয়ক ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আফজাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মফিজুর রহমান। আরো বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহেল মারুফ ফারুকী, সরকারি ডিবিডি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রমুদ চক্রবর্তী, বাদাঘাট(দঃ) ইউপি চেয়ারম্যান মোঃ ছবাব মিয়া, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল আজিজ, উপজেলা সমবায় কর্মকর্তা মাসুদ আলম, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন, সংবর্ধিত জৈয়তাদের মধ্যে বক্তব্য রাখেন সখিনা বেগম, ফায়ার সার্ভিস প্রতিনিধি মোঃ হায়দার মিয়া, মহিলা বিষয়ক অফিসেরর মোঃ ফাইজুল ইসলাম প্রমুখ। এ বছর সফল জননী নারী হিসেনে সংবর্ধনা প্রদান করা হয় সখিনা বেগমকে এবং নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছেন যে নারী মোছাঃ রাবিয়া আক্তারকে। অনুষ্ঠানে সর্বস্থরের নারী পুরুষ ও বহু লোকজন অংশ গ্রহন করেন।
কমেন্ট করুন