সন্দীপন তালুকদার সুজন শাল্লা (সুনামগঞ্জ)
সুনামগঞ্জের শাল্লা উপজেলায় আজ (২৫ জুন) শনিবার দিনব্যাপী সেইভ শাল্লা ও শাল্লা সমিতি ঢাকা’র উদ্যোগে উপজেলায় বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়। তাদের নিজস্ব তহবিল ও মানবিক আবেদনে সারা দিয়ে দেশী-বিদেশী বিভিন্ন ব্যাক্তি ও প্রতিষ্ঠানের প্রদত্ত অর্থ সহায়তায় প্রায় এক হাজার পরিবারকে শুকনা খাবার ও রান্না সামগ্রী ৪টি ইউনিয়নে এক যোগে এই ত্রান প্রদান করা হয়। সকাল থেকে ৪টি ইউনিয়নে কয়েকিট টিমে বিভক্ত হয়ে ০১নং শাল্লা ইউপির টিম সাতপাড়া বাজার, কাদিরপুর, সেননগর, দূর্লভপুর,পাড়াখালী,সহদেবপাশা,দামপুর,নোয়াগাঁও ও কান্দিগাঁও বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করে।বাহাড়া ইউপির মেঘনাপাড়া, গুচ্ছ গ্রাম হরিপুর, আনন্দপুর ও পার্শ্ববর্তী এলাকা, হবিবপুর ইউপির নিয়ামতপুর, শাসখাই, আটগাঁও ইউপির আটগাঁও, সরমা গ্রামে ত্রাণ বিতরণ করা হয়।
এছাড়াও শাল্লার যে কোন দূর্যোগে সেইভ শাল্লা ও শাল্লা সমিতি ঢাকা গণমানুষের পাশে থেকে তাদের সহায়তা প্রদান করে। তাছাড়া দেশের অন্যান্য স্থান থেকে শাল্লায় যারা ত্রাণ বিতরণ করতে আসে তাদের নৌকা সহায়তাও সেচ্ছাসেবী হিসাবে কাজ করার ঘোষণা দিয়েছে।
উল্লেখ্য যে, ২০১৭ সালে শাল্লায় অকাল বন্যায় ফসলের ব্যাপক ক্ষতি হলে সেইভ শাল্লা কলেজের সকল শিক্ষার্থীদের ভর্তি ফি’র টাকা নিজ তহবিল থেকে প্রদান করে এলাকাবাসীর সৃষ্ট আকর্ষণ। ত্রাণ কাজে অর্থ সহায়তা কারীদের প্রতি ডাঃ মো. আবুল কালাম চৌধুরী, সভাপতি সেইভ শাল্লা ও উপদেষ্টা,শাল্লা সমিতি, ঢাকা। কৃতজ্ঞতা এবং সেই সাথে সেচ্ছাসেবীসের ধন্যবাদ জানান।
কমেন্ট করুন