স্টাফ রিপোর্টার ঃ-জামালগঞ্জ সাব-রেজিষ্ট্রার অফিসের দলিল লিখক জাহাঙ্গীর আলম ( সনদ নং ৪৯) জাল ও ভূয়া দলিল সৃষ্টি করিয়া সাধারণ মানুষদের হয়রানি করায় গত ২৬ সেপ্টেম্বর তার বিরুদ্ধে জেলা সাব-রেজিষ্ট্রার অফিসে অভিযোগ করেছেন ভীমখালি ইউনিয়নের মাহমুদপুর গ্রামের মৃত আব্দুর রুপ এর ছেলে ভূক্তভোগী কবির মিয়া।
অভিযোগে জানা যায়,দলিল লিখক জাহাঙ্গীর আলম দীর্ঘদিন যাবত জামালগঞ্জ সাব রেজিস্ট্রার অফিসে কাজ করার সুবাদে জামালগঞ্জ সাব-রেজিস্ট্রারী অফিসে দূর্নীতির আশ্রয় নিয়ে জামালগঞ্জ সাব-রেজিস্ট্রারকে বাধ্য করে আমার বাবার দলিল ব্যবহার করিয়া আমার বাবার নাম কর্তন করে তাহার স্তলে আব্দুল মান্নান লিখিয়া দলিল লিখক জাহাঙ্গীর তার আপন ভাই জিয়াউল কবির এর নামে ১৫৭০/২১ দলিল করে জাল ও ভূয়া দলিল সৃস্টি করিয়া দলিল রেজিস্ট্রি করেন।অন্য দিকে বিগত ৪ এপ্রিল ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল সুনামগঞ্জে আর একটি মামলা হয় জাহাঙ্গীরের বিরুদ্ধে। ল্যান্ড সার্ভে ২৩৬২/২১ নং মামলাটি এখনও বিচারাধীন আছে।মামলা চলাকালীন সময়ে গত ২৯ জুন জামালগঞ্জ সাব-রেজিষ্ট্রার অফিসে ভূয়া ও জাল দলিল দিয়া তার আপন ভাই জিয়াউল কবির ও চাচাতো ভাই খাইরুল আলম এর নামে ১৫৭০/২১ নং দলিল করেন।অপরদিকে দলিল লিখক জাহাঙ্গীর এর বিরুদ্ধে আর এক অভিযোগকারী আব্দুল বারীক দলিল লিখক সহ অন্যান্যদের বিরুদ্ধে আমল গ্রহণকারী জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত জামালগঞ্জে দন্ডবিধি ৪২০/৪৬৭/৪৬৮/৪৭১/৩৪ ধারা বিধানমতে সি.আর মামলা ১৩৭/২১ দায়ের করেন।
এ বিষয়ে দলিল লিখক জাহাঙ্গীর আলম মুঠোফোনে জানান আমার বিরুদ্ধে আনিত অভিযোগ আদৌ সত্য নয়।৷ এবিষয়ে জামালগঞ্জ উপজেলার সাব রেজিষ্ঠ্রার জানান দলিল লিখক জাহাঙ্গীর এর বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ পেয়েছি এবং স্বাক্ষীগনের একটি লিখিত জবানবন্দিও পেয়েছি যা তদন্ত সাপেক্ষ।
কমেন্ট করুন