২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৯শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সংবাদ শিরোনামঃ
সুনামগঞ্জ বিজিবির অভিযানে দেড় কোটি টাকার ভারতীয় পণ্য আটক সুনামগঞ্জের শাল্লা উপজেলার ফসল রক্ষা বাঁধের কাজ নিয়ে অনৈতিক অভিযোগের কারণে  স্থগিত পিআইসি গঠন কার্যক্রম।  বিশ্বম্ভরপুরে উপজেলা যুব ফোরামের র‍্যালী ও মানববন্ধন বিশ্বম্ভরপুরে বেগম রোকেয়া দিবস পালিত বিভিন্ন কর্মসূচিতে বিশ্বম্ভরপুরে আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস ব্যারিস্টার মইনুল হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী আজ উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে প্রায় সব প্রস্তুতি শেষ হয়েছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিশ্বম্ভরপুরে জলবায়ু পরিবর্তন ও জেন্ডার বিষয়ক প্রশিক্ষণ সুনামগঞ্জে গানে গানে বাউল কামালের ১২৩ তম জন্মবার্ষিকী পালিত আগ্নেয়াস্ত্র সহ তাহিরপুর সীমান্তে ৩ যুবক আটক সুনামগঞ্জে ১২০ টাকায় পুলিশে চাকরি পেলেন ৭২ তরুণ-তরুণী  হাওরে অভিযান চালিয়ে নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ , ৫ জেলে আটক সুনামগঞ্জের তাহিরপুর থানা পুলিশের উদ্যোগে সাম্প্রদায়িক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত বিশ্বম্ভরপুরে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা বিচারের নামে অবিচার হয়, নারী কোথাও নিরাপদ নয়” শরীর নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস-২০২৪ অনুষ্ঠিত তাহিরপুরের পাতারগাঁও অবৈধ বাঁধ দিয়ে পানি আটকিয়ে চাদাঁ নেয়ার প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে হেফাজতে ইসলামের বিক্ষোভ ও প্রতিবাদ সভা টাংগুয়ার হাওরকে নষ্ট করা যাবে না,অপরিকল্পিত ফসল রক্ষা বাঁধ নির্মাণ ও করা যাবে না—-পানি সম্পদ উপদেষ্টা রিজওয়ানা হাসান তাহিরপুর হাওরাঞ্চলে অন্তর্বর্তীকালীন সময় সরকারের দুই উপদেষ্টা তাহিরপুর সদরে পল্লী বিদ্যুৎ সাবস্টেশন স্থাপনের দাবিতে মানববন্ধন
জামালগঞ্জে জলমহালের পানি শুকিয়ে মাছ শিকারের অভিযোগ

জামালগঞ্জে জলমহালের পানি শুকিয়ে মাছ শিকারের অভিযোগ

সাইফ উল্লাহ, সুনামগঞ্জ প্রতিনিধি::

সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলায় বিভিন্ন জলমহালের পানি শুকিয়ে ইজারাদাররা মাছ শিকার করছে। ইজারা এবং সাব ইজারাদাররা সেলু মেশিন দিয়ে বিলের তলা শুকিয়ে মাছ ধরার অভিযোগ পাওয়া গেছে।

ইজারাদারগণ এলাকার প্রভাবশালী হওয়ায় সাধারণ মানুষ ভয়ে মুখ খোলতে চাইছে না। এভাবে মাছ ধরলে হাওর এলাকায় মাছের বংশবিস্তার কমে যাওয়ার আশংকা করছেন এলাকার মৎসজীবী ও কৃষক পরিবার। ইজারাদারগণ বলছেন, তারা পানি কমিয়ে মাছ ধরার জন্য বিল সেচ করা হচ্ছে। কেউ কেউ বলছেন জমিতে পানি দেওয়ার জন্য মেশিন লাগানো হয়েছে।

উপজেলা মৎস্য কর্মকর্তার দাবি, কোথাও এ ধরনের কাজ হলে আমরা ব্যবস্থা গ্রহণ করব। সরকারি নীতি না মানলে আমরা ইজারা বাতিলের ব্যবস্থা করব।

জানা যায়, ভীমখালী ইউনিয়নের লম্বা বিল, গুল বিল এবং একই ইউনিয়নের কান্দাগাঁও গ্রামের পাশের মরা নদীতে সেলু মেশিন লাগিয়ে বিলের তলা শুকিয়ে মাছ ধরা হচ্ছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা মৎস্য কর্মকর্তা বরাবরে দুইটি অভিযোগ দেওয়া হয়েছে।অভিযোগে জানা যায়, ভীমখালী ইউনিয়নের লম্বা বিল শুকিয়ে মাছ আহরণ করার জন্য তিনটি সেলু মেশিন পানি নিষ্কাশন করা হচ্ছে। জলমহালটি দক্ষিণ দৌলতপুর মৎস্যজীবী সমবায় সমিতি ইজারা পেয়েছে বলে অভিযোগে জানা যায়।অপরদিকে, কান্দাগাঁও মরা নদীতে ছেলাইয়া গ্রামের মৃত লাল মিয়ার ছেলে মো. সোনা মিয়া নদীটি সাবলিজ নিয়ে সেলু মেশিন পানি নিষ্কাশন করছে। এ ব্যাপারে এলাকার কৃষকগণের পক্ষে মো. ফরিদ মিয়া এবং কান্দাগাঁও গ্রামবাসীর পক্ষে ফয়জুন্নুর স্বাক্ষরিত দুইটি অভিযোগ দায়ের করা হয়।

দক্ষিণ দৌলতপুর মৎস্যজীবী সমিতির সাধারণ সম্পাদক কংকন তালুকদার জানান, আমরা সরকারি নিয়ম মেনে এবং কৃষকের জমিতে পানি দেওয়ার স্বার্থে বিলের পানি সেচ করছি।

এ ব্যাপারে উপজেলা মৎস্য কর্মকর্তা সুনন্দা মোদক জানান, অভিযোগ পেয়েছি, আমরা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব ।

শেয়ার করুন

কমেন্ট করুন





পুরাতন খবর খুঁজুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১