সাইফ উল্লাহ,স্টাফ রিপোর্টারঃ-
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় বর্ধিত সভা অনুষ্টিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১ ঘটিকায় জামালগঞ্জ উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে বর্ধিত সভা অনুষ্টিত হয়। বর্ধিত সভায় সভাপতিত্ব করেন, জামালগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মাদ আলী, সাধারণ সম্পাদক এম নবী হোসেন এর সঞ্চালনায়, প্রধান অতিথি সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ সভাপতি রেজাউল করিম শামীম, জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আব্দুল মুকিত চৌধুরী। বক্তব্য রাখেন জামালগঞ্জ উপজেলা আওয়ামীলীগের তৃণমুল নেতাকর্মী বৃন্দ।
প্রধান অতিথি সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন বলেন, রাজনীতিতে প্রতিযোগিতা থাকা ভাল প্রতিহিংসা ভাল নয়। আসুন সবাই মিলে আওয়ামীলীগের দলীয় পতাকার নিচে ঐক্য বদ্ধ হয়ে শেখ হাসিনার নেতৃত্বে কাজ করি। জামালগঞ্জ উপজেলা আওয়ামীলীগ ঐক্যবদ্ধ। আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে দল যাকে মনোনয়ন দিবে,আমরা সবাই মিলে নৌকার প্রার্থীর পক্ষে কাজ করে যাব।অবশ্যই যোগ্য ব্যক্তির হাতে নৌকা তুলে দিবেন যাতে করে বিজয় সুনিশ্চিত হয়।
কমেন্ট করুন