স্টাফ রিপোর্টারঃ-দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা পুর্বক সুনামগঞ্জের হাওর বেষ্টিত ভাটির জনপদ শাল্লা উপজেলা সদর সিসি টিভি ক্যামেরার নজরদারিতে এসেছে।
এমন মহৎ কাজের জন্য সর্ব মহলে উপজেলার প্রশাসন প্রশংসিত । গত কয়েক দিন যাবত প্রশাসনের লোকজন সিসি টিভি ক্যামেরাগুলো বসাতে সার্বক্ষণিক পরিশ্রম করছেন। তাদের শ্রম ও আন্তরিকতায় এখন নিরাপত্তার আওতায় এসেছে উপজেলা সদর।
এবিষয়ে সদর বাজার কমিটির সাধারণ সম্পাদক পান্না সরকার বলেন,সদরে সিসিটিভি ক্যামেরা বসানোর কারণে আমরা আনন্দিত।এখন থেকে দিনে কিংবা রাতে অসামাজিক কার্মকান্ড হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে সহজ হবে। এমন পদক্ষেপের জন্য বাজার কমিটির পক্ষ থেকে তিনি উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানান।
এনিয়ে অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম বলেন, উপজেলা সদরে সিসিটিভি বসানোর ফলে আইন শৃঙ্খলাসহ সার্বিক পরিস্থিতি পর্যপেক্ষণ ও নিয়ন্ত্রনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান।
এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মুক্তাদির হোসেনের সঙ্গে কথা হলে তিনি বলেন, বর্তমান সরকারের মহৎ উদ্যোগগুলোর মধ্যে এটি একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। জেলা সাধারণ সভার সিদ্ধান্ত অনুযায়ী আমরা সেটি বাস্তবায়ন করেছি। সিসি টিভি মাধ্যমে অপরাধ নিয়ন্ত্রণ করতেই মুলত এ উদ্যোগ। তিনি জানান আমরা মোট ৭ টি ক্যামেরা সদরের গুরুত্বপূর্ণ রাস্তায় বসিয়েছি। আরো কয়েকটি ক্যামেরা বসানোর পরিকল্পনা রয়েছে। দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করেই এমন উদ্যোগ গ্রহণে উদ্বর্তন কতৃপক্ষ বিশেষ ভাবে গুরুত্ব দিয়েছেন বলে তিনি জানান।
কমেন্ট করুন