শাল্লা(সুনামগঞ্জ) প্রতিনিধি
শাল্লায় পঞ্চম ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকার ভরাডুবি হয়েছে। চারটি ইউনিয়নের মধ্যে তিনটিতে স্বতন্ত্র ও বিদ্রোহী আর একটি ইউনিয়নে নৌকার বিজয় হয়েছে। বুধবার রাত ১০টায় উপজেলা নির্বাচন কর্মকর্তা রেজাউল করিম চারটি ইউনিয়নে ফলাফল ঘোষণা করেন৷ এতে আটগাঁও ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা আব্দুল্লা আল্ নোমান আনারস প্রতীকে ৭ হাজার ১শ ৫৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এমদাদুল নৌকা প্রতীক নিয়ে ৫ হাজার ৯শ ২৯ ভোট পেয়েছেন। হবিবপুর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সুবল চন্দ্র দাস আনারস প্রতীকে ৭ হাজার ৫শ ৫৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মনোনীত প্রার্থী রঞ্জিত কুমার দাস ৭ হাজার ১শ ৪৩ ভোট পেয়েছেন। বাহাড়া ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বিশ্বজিত চৌধুরী নান্টু ঘোড়া প্রতীকে ১০ হাজার ১শ ৫৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মনোনীত প্রার্থী কাজল কান্তি চৌধুরী নৌকা প্রতীকে ৫ হাজার ১শ ৫৯ ভোট পেয়েছেন। শাল্লা ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আব্দুস সাত্তার নৌকা প্রতীক নিয়ে ৭ হাজার ৯শ ৫৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আবুল লেইছ চৌধুরী ৫ হাজার ৬শ ৩৫ ভোট পেয়েছেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা রেজাউল করিম বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে শাল্লার চারটি ইউনিয়নের নির্বাচন শেষ করা হয়েছে। এতে বিজয়ী প্রার্থীদের নাম বেসরকারি ঘোষনা করা হয়েছে
কমেন্ট করুন