সাইফ উল্লাহ,স্টাফ রিপোর্টার ঃ
সচেতন,সংগঠিত সোচ্ছার জনগোষ্টি গণতন্ত্রের রক্ষাকবচ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় জামালগঞ্জ সদর ইউনিয়নে ইয়থ ও সুজন এর পৃথক পৃথক ফলো আপ সভা অনুষ্টিত হয়েছে। সোমবার সকালে জামালগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ হল রুমে সভা অনুষ্টিত হয়।আয়োজনে- দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ। সুজন- সুশাসনের জন্য নাগরিক এর জামালগঞ্জ সদর ইউনিয়নের সভাপতি সাংবাদিক মো. শাহীন আলম এর সভাপতিত্বে ও এসএম বশীর আহমেদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন- সহ সভাপতি শাহীনা আক্তার, সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহম্মেদ মাসুম,কোষাধ্যক্ষ মুসলিমা আক্তার, সদস্য হায়দার আলী, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর ইউসি সাইফ উল্লাহ প্রমুখ।
অপর দিকে জামালগঞ্জ সদর ইউনিয়নে ইয়থ ফলো আপ সভায় সভাপতিত্ব করেন ইয়থ সমন্বয়কারী আমান উল্লাহ, কর্মশালা পরিচালক চমন এর সঞ্চালনায় বক্তব্য ইয়থ একা, মিনা, সীমা আক্তার, ইমন মিয়া, হায়দার আলী, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর ইউসি সাইফ উল্লাহ প্রমুখ। সভায় বিভিন্ন উন্নয়ন মুলক আলোচনা করা হয়।
কমেন্ট করুন