স্বপন কুমার বর্মন, বিশ্বম্ভরপুর( সুনামগঞ্জ) প্রতিনিধি:
বিশ্বম্ভর পুরে বজ্রপাতে এক কৃষক ও পানিতে ডুবে দুই শিশু সহ তিনজনের অকাল মৃত্যু হয়েছে। জানা যায়( ২৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা সদরের মুক্তি খলা গ্রামের মৃত ফজর আলীর ছেলে এমদাদুল হক( ৫০) বজ্রপাতে মৃত্যুবরণ করেন। সে খরচার হাওরে বিলে কাটা দেওয়ার সময় এ দুর্ঘটনা পতিত হয়ে মারাযায়।
একই দিনে দুপুরে উপজেলা সদরের রাধানগর গ্রামের ফজলুল হকের ছেলে ইউনুছ মিয়া (৮) শক্তিয়ারলা গ্রামের মনোয়ার হোসেন ময়নার ছেলে আরাফাত হাসান মেহেদী (৭) খরচার হাওডরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মৃত্যুবরণ করে। তারা দুজনেই মামাতো -ফুফত্ব ভাই এবং বিশ্বম্ভরপুর সরকারি আদর্শ বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্র ছিল।
বিশ্বম্ভর পুর থানার অফিসার ইনচার্জ মোঃ কাউসার আলম বজ্রপাতে ১কৃষক ও পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনা নিশ্চিত করেন।
কমেন্ট করুন