স্টাফ রিপোর্টার বিশ্বম্ভরপুর( সুনামগঞ্জ) প্রতিনিধি: বিশ্বম্ভরপুরে ৫১ তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষার্থীদের শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা হয়।
মঙ্গলবার (১০ জানুয়ারি) সকালে সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলার মাধ্যমিক অফিসের আয়োজনে প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
চারদিনব্যাপী উক্ত ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনীতে উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাদিকুর রহিম জাদিদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ সফর উদ্দিন। উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি বেনজির আহমদ মানিক, সরকারি মডেল উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোঃ সাজ্জাদুর রহমান সাজু, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য জাহাঙ্গীর আলম সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলি ও অভিভাবক মন্ডলী সহ শিক্ষার্থীরা।
চার দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ হবে ১৫ই জানুয়ারি।
কমেন্ট করুন