তাহিরপুর ( সুনামগঞ্জ) প্রতিনিধি
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় মোবাইল কোটের অভিযানে চার প্রতিষ্ঠানও দু’টি ফার্মেসী কে মোট ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেই সাথে সরকারী অনুমোদন না হওয়া পর্যন্ত ডায়াগনস্টিক সেন্টার গুলো বন্ধ রাখার নিদের্শনা দেয়া হয়েছে। মোবাইল কোর্টের নির্বাহি ম্যাজিষ্ট্রেট ও তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রায়হান কবির শনিবার সকাল থেকে সন্ধা পর্যন্ত এই অভিযান পরিচালনা করেন।
ডায়াগনস্টিক সেন্টার গুলো হল,উপজেলার বাদাঘাট পপুলার ডায়াগনস্টিক সেন্টার এন্ড ডক্টর চেম্বারকে ৫০ হাজার টাকা লাইফ কেয়ার মেডিকেল সার্ভিসেসকে ৫০ হাজার,মেডিপ্লাস মেডিকেল সার্ভিসেসকে ১০ হাজার ও ন্যাশানাল ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা, লাউড়ের গড় বাজারে শাহ আরেফিন ফার্মেসীকে বিভিন্ন অনিয়মের কারনে ৫ হাজার টাকা,ঝুমা ফার্মেসীকে ৫ হাজার টাকা জরিমানা করে মোট ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেন।
লাউড়ের গড় বাজারে জনসেবা ডায়াগনস্টিক সেন্টার ও ডক্টর চেম্বারের সাথে জড়িত কাউকে না পাওয়ায় মোবাইল কোটের নির্বাহী ম্যাজিষ্টেট তালা ঝুলিয়ে দেন এবং সরকারী অনুমোদন না হওয়া পর্যন্ত অন্যান্য ডায়াগনস্টিক সেন্টার গুলো বন্ধ থাকার নিদর্শনা দেন।
এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মির্জা রিয়াদ হাসান,ডাঃ ফয়েজ আহমদ হাসান,ডাঃ শাফিকুল ইসলাম,উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলম সাব্বির, যুগ্ম সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম ভুইয়া দপ্তর সম্পাদক রুকন উদ্দিন সহ সংশ্লিষ্ট দায়িত্বশীল গণমাধ্যমকর্মীগন উপস্থিত ছিলেন।
মোবাইল কোর্টের নির্বাহী ম্যাজিষ্ট্রেটও উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান কবির জানান,কোন ভাবেই সরকারি নির্দেশনা লঙ্ঘনকারীদের ছাড় দেয়া হবে না। সবাইকেই আইন মেনে চলতে হবে।এই ডায়াগনস্টিক সেন্টার গুলোর একটিরও সরকারী অনুমোদন নেই। তাই নিয়ম অনুযায়ী জরিমানা সহ সকল কার্যক্রম বন্ধ রাখার নিদের্শনা দেয়া হয়েছে
কমেন্ট করুন