মনিরাজ শাহ তাহিরপুর প্রতিনিধি ঃ
সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলায় নানান আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপিত।
শনিবার সকালে সূর্য উঠার সঙ্গে সঙ্গে উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনারে উপজেলা পরিষদ, প্রশাসন, পুলিশ, মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মকর্তা কর্মচারী ও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও শিক্ষার্থীগণ নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ এরপর উপজেলা স্টেডিয়াম মাঠে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল,এ সময় সাথে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)সালমা পারভীন,তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দীন।
সহকারী প্রোগ্রামার ইমরান হোসেন ও প্রাইমারি শিক্ষিকা তামিমা হিরার যৌথ পরিচালনায়,
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম, উপজেলা সহকারী কমিশন ভূমি আসাদুজ্জামান রনি,কৃষি অফিসার কৃষিবিদ মো. হাসান উদ দোলা,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান,উপজেলা সমবায় কর্মকর্তা আশিষ আচার্য,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বিকাশ চন্দ্র সাহা,তাহিরপুর সোনালী ব্যাংক ব্যবস্থাপক নিকিলেশ তালুকদার,সিলেট জেলা আওয়ামীগের সাংগঠনিক সম্পাদক রনজিত চন্দ্র সরকার, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবুল হোসেন খান,সাধারণ সম্পাদক অমল কান্তি কর বালিজুরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাদ হোসেন,উপজেলা আওয়ামিলীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক একলাছুর রহমান তারা দপ্তর সম্পাদক রমেন্দ্র নারায়ণ বৈশাখ,উপজেলা যুবলীগ আহাব্বায়ক হাফিজ উদ্দিন পলাশ, সাংবাদিক আবুল কাসেম, শওকত হাসান,মনিরাজ শাহ,তানভীর আহমেদ প্রমুখ।
দিবসটি পালনে উপজেলা প্রশাসনের আয়োজনে শেখ রাসেল স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, মুক্তিযোদ্ধা সমাবেশসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।
পরে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজন মহান বিজয় দিবসের কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনী ও ক্রীড়া অনুষ্ঠান হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। তাদের মধ্যে ব্যতিক্রমী শরীরচর্চা প্রদর্শনী করেন তাহিরপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। উপস্থিত দর্শকরা তাৎক্ষনিক ১৯৭১ সালের দিন গুলোতে ফিরে যান। তাদের ব্যতিক্রমী শরীরচর্চা প্রদর্শনে মুগ্ধ হয় উপস্থিত সবাই,এবং তারা প্রতিযোগীদের মধ্যে প্রথম স্থান অধিকার করেন।
পরিশেষে অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।এর পর বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়।
কমেন্ট করুন