তাহিরপুর প্রতিনিধিঃ-
তাহিরপুর উপজেলার হযরত শাহ আরেফিন(রহঃ) আস্তানাস্থিত গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজসেবা অধিদপ্তর কর্তৃক নিবন্ধনকৃত হযরত শাহ আরেফিন(রহঃ) ভলান্টিয়ার ও খাদেম কল্যান সমিতির আয়োজনে শনিবার বাদ মাগরিব সদ্যপ্রয়াত ভলান্টিয়ার সদস্য মতিউর রহমানের রুহের মাগফিরাত ও দীর্ঘদিন যাবত অসুস্থ হযরত শাহ আরেফিন (রহঃ)মোকাম পরিচালনা কমিটির সভাপতি হাজী জালাল উদ্দিনের রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।ভলান্টিয়ার ওখাদেম কল্যান সমিতির সভাপতি সাংবাদিক আলম সাব্বির এর সভাপতিত্বে আলোচনা সভায় হাজীজালাল উদ্দিনের রোগমুক্তির জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেন উনার ভাতিজা বাদাঘাট ইউনিয়েনের সাবেক চেয়ারম্যান ও বর্তমানে বাদাঘাট ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান পদপ্রার্থী জনাব নিজাম উদ্দিন ও হাজী জালাল উদ্দিন সাহেবের বড় ছেলে আবু সুফিয়ান।
শাহ আরেফিন(রহঃ)জামে মসজিদের ইমাম মাওলানা শরীফ উদ্দিনের পরিচালনায় দোয়াও আলোচনা সভায় জনাব নিজাম উদ্দিন বলেন, কয়েক মাস আগে আমার আব্বার মৃত্যু হয়েছে,আমার চাচা ও মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।মানুষের হায়াত-মউত যেহেতু আল্লাহ প্রদত্ত সেহেতু শেষ পরিনতির জন্য সবাইকে প্রস্তুত থাকা উচিত। তিনি বলেন, আমাদের পরিবার সব সময়েই আপনাদের পাশে ছিল ভবিষ্যতে ও থাকবে।তাই আমাদেরকে আপনাদের পরিবারের অংশ মনে করে আপনাদের প্রার্থনায় আমাদের পরিবারকে রাখবেন।
আপনাদের যেকোন সমস্যায় আমাকে অবহিত করলে আমি সাথে সাথে সমাধানে এগিয়ে আসব ইনশা আল্লাহ ।
দোয়াও আলোচনা শেষে ভলান্টিয়ার নেতৃবৃন্দও গনমান্যদের সাথে নিয়ে সদ্য প্রয়াত ভলান্টিয়ার সদস্য মতিউর রহমানের বাড়িতে যানও পরিবারের খোজ খবর নেন।সেই সাথে মতিউর রহমানের স্ত্রীকে শাড়ি ও আর্থিক অনুদান প্রদান করেন।
কমেন্ট করুন