তাহিরপুর (সুনামগঞ্জ)প্রতিনিধি
পত্রিকা হল সমাজের দর্পণ সুতরাং প্রতিটি সংবাদ কর্মী সত্য ও নির্ভরযোগ্য সংবাদ প্রকাশ করলে দেশ ও জাতির কল্যাণ বয়ে আনবে । আমি সকল সংবাদ কর্মীর কাছে আশা রাখব আপনারা তথ্য নিয়ে সত্য জেনে সংবাদ প্রকাশ করবেন এতে আপনার ও পত্রিকার সুনাম বয়ে আনবে।আমি দেখে আসছি সুনামগঞ্জ জেলা থেকে প্রকাশিত দৈনিক সুনামকন্ঠ সবসময় সত্য সুন্দর ও নির্ভরযোগ্য সংবাদ প্রকাশ করছে। সুনামকন্ঠ’ র সততা ও সাহসী ভুমিকা চলমান থাকুক। অতীতের মত ভবিষ্যতেও সুনামকন্ঠ’র সুনাম আরো এগিয়ে যাওয়ার প্রত্যাশা রাখি।” তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল সুনামকন্ঠ’ র প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
দৈনিক সুনামকন্ঠ অত্যন্ত সুনামের সাথে ৬ বছর অতিক্রম করে ৮ বছরে পদার্পণ উপলক্ষে তাহিরপুর উপজেলায় প্রতিষ্টা বার্ষিকী পালন করা হয়েছে । শনিবার ইংরেজি নতুন বছরের প্রথম দিনে দুপুর ১২টায় তাহিরপুর উপজেলা পরিষদ কনফারেন্স রুমে দৈনিক সুনামকন্ঠ,র স্টাফ রিপোর্টার রাজন চন্দ এর আয়োজনে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে কেক কাটার পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রেসক্লাব সভাপতি রমেন্দ্র নারায়ণ বৈশাখ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রায়হান কবির ।
সাংবাদিক রাজন চন্দ এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা হাসান উদ দৌলা , উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি অধ্যাপক আলী মুর্তজা, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো: রফিকুল ইসলাম, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বোরহান উদিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা নির্বাচন কর্মকর্তা মঞ্জুরুল করিম,উপজেলা খাদ্য গোদাম কর্মকর্তা মো: মফিজুর রহমান, আ:লীগের কৃষি ও সমবায় সম্পাদক হাবিবুর রহমান খেলু, সদস্য সেলিম আখঞ্জী, লুৎফর রহমান লাকসাব, আব্দুল হাই কালাচান,ছাত্রলীগের সাবেক সভাপতি আবুল বাশার, হাওর বাঁচাও আন্দোলন যুগ্ম আহবায়ক তোজাম্মেল হক নাসরুম । এ সময় উপজেলা প্রেসক্লাব সহ সভাপতি কামাল হোসেন রাফি, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ভুঁইয়া, আতিকুর রহমান,ভোরের পাতা প্রতিনিধি আবুল কাশেম, প্রেসক্লাবের দপ্তর সম্পাদক রুকন তালুকদার,সাংবাদিক তানভীর আহমেদ, খুরশেদ আলম, মবিন নুর মিয়া সহ অনুষ্ঠানে সুশীল সমাজের গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কমেন্ট করুন