তাহিরপুর প্রতিনিধিঃ-তাহিরপুরে যাদুকাটা বালু মহালে অবৈধভাবে বালু উত্তোলন করায় ২টি নৌকাকে ৫০ হাজার টাকা করে ১ লক্ষ জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলাউদ্দিন। সুনামগঞ্জ জেলা প্রশাসকের নির্দেশনায় এ অভিযানে সার্বিক সহায়তা করেন সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ানের বিজিবি সদস্যবৃন্দ।
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবীর বলেন, নির্দিষ্ট সীমানার বাইরের এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার অভিযোগে ২টি নৌকাকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর আওতায় ৫০ হাজার টাকা করে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।
কমেন্ট করুন