মৌলভীবাজার অফিস:মৌলভীবাজারে এক সপ্তাহ বন্ধ থাকার পর প্রথম ডোজের টিকা শুরু হয়েছে। এপর্যন্ত জেলায় টিকা নিয়েছেন এক রখ্ষ ৪২ হাজারের কিছু বেশী, যেখানে রেজিস্ট্রেশন হয়েছে চার লক্ষ ৯১ হাজারের কিছু বেশী। নতুন টিকা এসেছে ২৭ হাজার ৬শ ডোজ। বন্ধ রয়েছে গণ টিকা, কবে নাগাদ শুরু হবে তা ও বলতে পারছেন না সিভিল সার্জন।
এক সপ্তাহ বন্ধ থাকার পর আজ সোমবার সকাল ৯ টা থেকে ১ম ডোজের টিকা শুরু হয়েছে।উৎসব মূখর পরিবেশে চলছে টিকাদান। প্রতিদিন সকাল ৯ টা থেকে দুপুর ৩ টা পর্যন্ত চলবে টিকাদান কর্মসূচী। এপর্যন্ত জেলায় রেজিস্ট্রেশন করেছেন ৪ লক্ষ ৯১ হাজার ৮২২ জন। টিকা নিয়েছেন ২ লক্ষ ৪৬ হাজার ১৩২ জন। এরমধ্যে সিনোফার্মের প্রথম ডোজ নিয়েছেন ১ লক্ষ ১৫ হাজার ৪৭ জন, দ্বিতীয় ডোজ নিয়েছেন ২ হাজার ৯ জন। অন্যদিকে কভিশিল্ড বা সিনোফার্মের টিকা নিয়েছেন ১ম ডোজ ৬৭ হাজার ৫৬৭ জন ও দ্বিতীয় ডোজ নিয়েছেন ৬১ হাজার ৫০৯ জন। পর্যাপ্ত টিকা না থাকায় গণটিকা বন্ধ রয়েছে। শুধুমাত্র রেজিষ্ট্রেশনকৃতরা ও এসএমএস প্রাপ্তরাই কেবল এখন টিকা নিতে পারছেন, চলমান রয়েছে দ্বিতীয় ডোজ টিকা দানের কার্যক্রম। অনেকে ফপাগে এসে ফিরে গেলেও আজ অআবারও এসেছেন টিকা নিতে,অনেকে এসএমএস না পেয়েও টিকা নিতে এসেছেন। জেলায় আজকে করোনা ও উপসর্গ মারা গেছেন ২জন, মোট মৃত্যু ৬৯ জন। জেলায় এপর্যন্ত কোভিড ১৯ আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৫৪ জন, আরোগ্য লাভ করেছেন ৫ হাজার ৯৭ জন। হাসপাতালে ভর্তি আছেন ৪৮৮ জন।
সিভিল সার্জন, মৌলভীবাজার ডাক্তার চৌধুরী জালাল উদ্দিন মোর্শেদ বলেন, কবে নাগাদ গনটিকা কার্যক্রম শুরু হবে তা বলা যাচ্ছেনা, টিকা পাওয়া বা নির্দেশনা সাপেক্ষে তা বলা যাবে।
কমেন্ট করুন