মৌলভীবাজার অফিিস:- যুক্তরাজ্য প্রবাসী সাইদুর রহমান রেনু ও আহমেদ হাসানের উদ্যোগে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর জেনারেল হাসপাতাল ও অন্যান্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য ২০ লক্ষ টাকা মূল্যের জরুরী চিকিৎসা সামগ্রী হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো: শাহাব উদ্দিন।
জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব আমিনুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, সিভিল সার্জন ডা: চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ, মেয়র ফজলুর রহমান, উপজেলা চেয়ারম্যান কামাল আহমদ সহ অন্যরা।
জরুরী চিকিৎসা সামগ্রীর মধ্যে ছিল ১০০ টি অক্সিজেন সিলিন্ডার,২টি অক্সিজেন কনসেন্ট্রেটর। এছাড়া ওই অনুষ্ঠানে সদর উপজেলা পরিষদ ১০টি অক্সিজেন সিলিন্ডার ও মৌলভীবাজার চেম্বার অব কমার্স ২০ হাজার মাস্ক প্রদান করেন। পরে জরুরী চিকিৎসা সামগ্রী সিভিল সার্জনের কাছে হস্তান্তর করা হয়।এর আগে সকালে বন পরিবশে ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাহাব উদ্দিন আহমদ প্রয়াত জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমানের প্রথম মৃত্যু বার্ষিকীতে তার কবর জেয়ারত ও কবরে পুষ্পস্তবক অর্পন করেন।
কমেন্ট করুন