২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সংবাদ শিরোনামঃ
সুনামগঞ্জ বিজিবির অভিযানে দেড় কোটি টাকার ভারতীয় পণ্য আটক সুনামগঞ্জের শাল্লা উপজেলার ফসল রক্ষা বাঁধের কাজ নিয়ে অনৈতিক অভিযোগের কারণে  স্থগিত পিআইসি গঠন কার্যক্রম।  বিশ্বম্ভরপুরে উপজেলা যুব ফোরামের র‍্যালী ও মানববন্ধন বিশ্বম্ভরপুরে বেগম রোকেয়া দিবস পালিত বিভিন্ন কর্মসূচিতে বিশ্বম্ভরপুরে আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস ব্যারিস্টার মইনুল হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী আজ উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে প্রায় সব প্রস্তুতি শেষ হয়েছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিশ্বম্ভরপুরে জলবায়ু পরিবর্তন ও জেন্ডার বিষয়ক প্রশিক্ষণ সুনামগঞ্জে গানে গানে বাউল কামালের ১২৩ তম জন্মবার্ষিকী পালিত আগ্নেয়াস্ত্র সহ তাহিরপুর সীমান্তে ৩ যুবক আটক সুনামগঞ্জে ১২০ টাকায় পুলিশে চাকরি পেলেন ৭২ তরুণ-তরুণী  হাওরে অভিযান চালিয়ে নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ , ৫ জেলে আটক সুনামগঞ্জের তাহিরপুর থানা পুলিশের উদ্যোগে সাম্প্রদায়িক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত বিশ্বম্ভরপুরে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা বিচারের নামে অবিচার হয়, নারী কোথাও নিরাপদ নয়” শরীর নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস-২০২৪ অনুষ্ঠিত তাহিরপুরের পাতারগাঁও অবৈধ বাঁধ দিয়ে পানি আটকিয়ে চাদাঁ নেয়ার প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে হেফাজতে ইসলামের বিক্ষোভ ও প্রতিবাদ সভা টাংগুয়ার হাওরকে নষ্ট করা যাবে না,অপরিকল্পিত ফসল রক্ষা বাঁধ নির্মাণ ও করা যাবে না—-পানি সম্পদ উপদেষ্টা রিজওয়ানা হাসান তাহিরপুর হাওরাঞ্চলে অন্তর্বর্তীকালীন সময় সরকারের দুই উপদেষ্টা তাহিরপুর সদরে পল্লী বিদ্যুৎ সাবস্টেশন স্থাপনের দাবিতে মানববন্ধন
বিশ্বম্ভরপুর উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরী সভা অনুষ্ঠিত

বিশ্বম্ভরপুর উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরী সভা অনুষ্ঠিত

স্বপন কুমার বর্মন ও সালেহ আহমদ, বিস্বম্ভরপুর (সুনামগঞ্জ) অফিসঃ-অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের ফলে নদীর পানি ব্যাপক আকারে বৃদ্ধি পাওয়ায় ফসল ও বাড়িঘর সুরক্ষায় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক জরুরি সভা অনুষ্ঠিত হয়।

শুক্রবার( ১৩মে) সন্ধ্যায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহি অফিসার সাদিউর রহিম জাদিদের সভাপতিত্বে, সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ সফর উদ্দিন।

সভায় জানানো হয়, বিগত দুই তিন দিন যাবত অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের ফলে সকল নদ-নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হছেচ। ফলে ফসল রক্ষা বাঁধ, রাবার ড্যাম ও ঘরবাড়ি হুমকির মুখে পড়ে।

সলুকাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকী তপন জানান, তার ইউনিয়নের ভাদেরঠেক এলাকার গজারিয়া রাবার ড্যামের উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।এতে  নদীর পানি অতিরিক্ত বৃদ্ধি পাওয়ায় দুই শতাধিক ঘরবাড়ি ,রাস্তাঘাট পানিতে নিমজ্জিত হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়।স্কিমের অনেক জমির ধান তলিয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
 উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা নির্বাহি অফিসার তাৎক্ষণাৎ ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান এবং ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের সিদ্ধান্ত হয়।
তাছাড়া দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সকল সদস্যদের সার্বিক সহযোগিতা  ও জরুরি ব্যবস্থা গ্রহণের জন্য সভা থেকে আহ্বান জানানো হয়।
 বাদাঘাট দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট মোঃ ছবাব মিয়া জানান, তার ইউনিয়নের মিছা খালি রাবার ড্যামের উপর দিয়ে অতিরিক্ত পানি ফুলে উঠে প্রবাহিত হওয়ায় উজান এলাকার স্কিমের ধান, বাদাম ও সবজি বিনষ্ট হওয়ার উপক্রম দেখা দিয়েছে।তাই ফসল রক্ষার স্বার্থে গন্ডামারা বাঁধ টি কেটে দেওয়ার প্রস্তাব করেন। এ ব্যাপারে আলোচনার পর পরিস্থিতি বুঝে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ নয়ন মিয়া জানান, হাওয়ার বহির্ভূত স্কীমের ১১৪৩ হেক্টর জমির ধান কাটা বাকি রয়েছে। তন্মধ্যে ২৫০ হেক্টর জমি ধান বেশি হুমকির মধ্যে রয়েছে। জরুরী ভিত্তিতে ধান কাটার জন্য কৃষকদের পরামর্শ ও প্রচারণা অব্যাহত রয়েছে। তাছাড়া উপজেলার সকল বন্যা আশ্রয় কেন্দ্র গুলো প্রস্তুত রাখার জন্য সংশ্লিষ্টদের পরামর্শ দেয়া হয়, এবং বর্তমান পরিস্থিতির মোকাবেলা নজরদারির জন্য উপজেলায় একটি কন্ট্রোল রুম খোলা হয়।
 সভায় উপস্থিত ছিলেন,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসমা বিনতে রফিক, উপজেলা ভাইস চেয়ারম্যান  তাজ্জাত খান, মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা আক্তার, থানার অফিসার ইনচার্জ মোঃ ইকবাল হোসেন, ধনপুর ইউপি চেয়ারম্যান মোঃ মিলন মিয়া, সলুকাবাদ ইউপি চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকী তপন, ফতেপুর ইউপি চেয়ারম্যান মোঃ ফারুক আহমদ, বাদাঘাট দক্ষিণ ইউপি চেয়ারম্যান এড, মোঃ ছবাব মিয়া,উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ নয়ন মিয়া, উপজেলা প্রকৌশলী মোঃ মোখলেছুর রহমান সরদার,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম,উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান, পাউবুর উপ সহকারী প্রকৌশলী মনসুর রহমান, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নুরুল আলম সিদ্দিকী,প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন, সাধারণ সম্পাদক সালেহ আহমদ,গজারিয়া রাবার ড্যাম সভাপতি মোহাম্মদ শাহ পরান ঘাগটিয়া রাবার ড্যাম সভাপতি আব্দুল গনি আনসারী, ইছাখালী রাবার ড্যাম সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল, বিএডিসির প্রতিনিধি উপসহকারী প্রকৌশলী হাছান মাহমুদ সহ কৃষক প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
শেয়ার করুন

কমেন্ট করুন





পুরাতন খবর খুঁজুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১