স্বপন কুমার বর্মন, বিশ্বম্ভরপুর(সুনামগঞ্জ) প্রতিনিধিঃ বিশ্বম্ভরপুর উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমান জৈষ্ঠপুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্ম বার্ষিকী পালন করা হয়। বৃহস্পতিবার(০৫ আগষ্ট) সকালে উপজেলা ক্রীড়া সংস্থার অফিসের সামনে ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্প স্তবক অর্পন করেন উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, থানা পুলিশ প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠন, উপজেলা ক্রীড়া সংস্থা, মুক্তিযোদ্ধা সংসদ সহ বিভিন্ন সংগঠন। পরে শহীদ ক্যপ্টেন শেখ কামালকে নিয়ে স্বাস্থ্যবিধি মেনে আলোচনা সভা অনুষ্টিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাদি উর রহিম জাদিদ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ সফর উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. আব্দুল্লাহেল মারুফ, থানার অফিসার ইনর্চাজ মোঃ ইকবাল হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ আপ্তাব উদ্দিন, উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক মোঃ নুরুল আলম সিদ্দিকী।উপস্থিত ছিলেন সহকারি কমিশনার ভূমি আছমা বিনতে রফিক, আওয়ামীলীগ সভাপতি বেনজির আহমদ মানিক, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ সেলিম খান, উপজেলা পঃ পঃ কর্মকর্তা মোঃ আব্দুর রহমান, উপজেলা জনস্বাস্থ্য উপ-সহকারি মৃদুল কান্তি সরকার,বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মান্নান, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সভাপতি মামুনুর রশিদ মামুন, ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মোঃ সোহাগ মিয়া, যুবলীগ সহ-সভাপতি আনোয়ার হোসেন খোকন, আঃলীগ নেতা অলিমান তালুকদার সহ আওয়ামীলীগ নেতা কর্মী ও সর্বস্থরের লোকজন উপস্থিতত ছিলেন।
দিবস উপলক্ষে বিকালে সরকারি মডেল উ”চ বিদ্যালয়ের মাঠে প্রতি ফুটবল ম্যাচে ট্রাইবেকারে ৪-৩ গোলে ভাইভাই স্পুটিং ক্লাবকে পরাজিত করে উপজেলা ক্রীড়া সংস্থা একাশদ বিজয়ী হয়। খেলা শেষে ট্রপি তুলে দেন সহকারি কমিশনার ভূমি আসমা বিনতে রফিক।এ সময় উপস্তিত ছিলেন পলাশ ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল কাইয়ূম, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন, উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা আব্দুর রহমান, ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মোঃ সোহাগ মিয়া, সদস্য জাহাঙ্গীর আলম,মোঃ জাহিদুল ইসলাম,রেজাউল করিম,তারেক মিয়া,সহ ক্রীড়ামোদী লোকজন।
কমেন্ট করুন