স্বপন কুমার বর্মন, বিশ্বম্ভরপুর(সুনামগঞ্জ) প্রতিনিধি:
বিশ্বম্ভরপুরে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষক প্রশিক্ষন অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার(১২জানুয়ারী) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষক প্রশিক্ষন অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ নয়ন মিয়ার সভাপতিত্বে প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট অঞ্চল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোঃ মোশারফ হোসেন খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ বিমল চন্দ্র সোম ও জেলা প্রশিক্ষক কৃষিবিদ মোস্তফা ইকবাল আজাদ। প্রশিক্ষক হিসেবে আরো ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা মোঃ আল-আমিন। সহযোগীতায় ছিলেন উপজেলা উপ-সহকারি কৃষি কর্মকর্তা মোঃ দিদারুল আলম ও শামছুল আলম বিধু। প্রশিক্ষণে মোট ৩০জন কৃষক কৃষানী অংশ গ্রহন করেন। প্রধান অতিথি বলেন উক্ত কন্দাল ফসল উন্নয়নে প্রশিক্ষনের জ্ঞানকে কাজে লাগিয়ে দেশের সবজি উৎপাদন সহ খাদ্য উৎপাদন বৃদ্ধি করে দেশে খাদ্য সয়ংসম্পন্নতা অর্জন করতে হবে।
কমেন্ট করুন