সাইফ উল্লাহ, স্টাফ রিপোর্টার :
সুনামগঞ্জের ধর্মপাশায় ১০ ইউনিয়ন গতকাল ৫ জানুয়ারি ৫ম ধাপের নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে চেয়ারম্যান পদে নৌকা নিয়ে ৪ জন স্বতন্ত্র প্রার্থী হিসাবে ৬ জন নির্বাচিত হয়েছেন অপরদিকে জামালগঞ্জে ২ জন আওয়ামীলীগ ২ জন স্বতন্ত প্রার্থী বিজয়ী হয়েছেন।
বুধবার রাতে বেসরকারীভাবে এ ফলাফল ঘোষনা করেন রিটার্নিং অফিসার।
ধর্মপাশা উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে নতুন চেয়ারম্যানদের তালিকা
১.ধর্মপাশা সদর ইউনিয়নে জুবায়ের পাশা হিমু (নৌকা) প্রতীক কে নিয়ে,
২.পাইকুরাটী ইউনিয়নে মোজাম্মেল হক ইকবাল (চশমা) প্রতীক নিয়ে
৩.সেলবরষ ইউনিয়নে গোলাম ফরিদ খোকা (মোটরসাইকেল) প্রতীক নিয়ে
৪.জয়শ্রী ইউনিয়নে সঞ্জয় রায় চৌধুরী (নৌকা) প্রতীক নিয়ে
৫.সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নে নাসরিন সুলতানা দীপা (নৌকা) প্রতীক নিয়ে
৬.সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিনে মোহাম্মদ মোকাররম হোসেন (চশমা) প্রতীক নিয়ে
৭.মধ্যনগর ইউনিয়নে সন্জিব তালুকদার টিটু (ঘোড়া)প্রতীক নিয়ে
৮.চামরদানী ইউনিয়ন আলমগীর খসরু (নৌকা) প্রতীক নিয়ে
৯.বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নে রাসেল আহমেদ (চশমা) প্রতীক নিয়ে ,
১০.বংশীকুন্ডা উত্তর ইউনিয়নে (ঘোড়া) প্রতীক নিয়ে নুরুন্নবী তালুকদার বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।জামালগঞ্জ উপজেলার ১।সাচনাবাজার ইউনিয়নের মো. মাসুক মিয়া ঘোড়া প্রতিক, ২।বেহেলী ইউনিয়নে সুব্রতসামন্ত সরকার নৌকা প্রতিক ৩। ফেনারবাক ইউনিয়নে কাজল চন্দ তালুকদার নৌকা ৪।ভীমখালী ইউনিয়নে আখতারুুুজ্জান তালুকদার ঘোড়া প্রতিক বিজয়ী হয়েছেন।
.
কমেন্ট করুন