সাইফ উল্লাহ, স্টাফ রিপোর্টার :
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ৬টি ইউনিয়নের প্রত্যন্ত গ্রামের ৬ শতাধিক বন্যার্ত জন সাধারনকে ত্রাণ সহায়তা দিয়েছে স্বেচ্ছাসেবী এনজিও সংস্থা পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র। ২৯ জুন বুধবার সকাল ১১ টায় পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে ও পিকেএসএফ এর অর্থায়নে জামালগঞ্জ উপজেলার সদর ব্রাঞ্চ অফিসের কার্যালয় প্রাঙ্গনে দিনব্যাপি বন্যার্ত নারী পুরুষের মাঝে চাল, ডাল, সোয়াবিনসহ নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রীর বিশেষ প্যাকেট সংবলিত এসব ত্রাণসামগ্রী বিতরন করা হয়। ত্রাণ বিতরণ শুভ উদ্ভোধন করেন প্রধান অতিথি, জামালগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিৎ দেব। বিশেষ অতিথি, পদক্ষেপ এর সহকারী পরিচালক ও জোনাল ম্যানেজার রফিকুল ইসলাম, জামালগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মাদ আলী, পদক্ষেপ এর সিনিয়র ব্যবস্থাপক ও এরিয়া ম্যানেজার গোলাম এহিয়া, জামালগঞ্জ ব্রাঞ্চ ম্যানেজার মোঃ রহমত আলী সহ ফিল্ড অফিসার বৃন্দ। প্রধান অতিথি বিশ্বজিৎ দেব বলেন, সংস্থার মাঠ পর্যায়ে সনাক্তকৃত ক্ষতিগ্রস্থ পরিবার গুলোর মাঝে আনুষ্ঠানিক ভাবে ত্রাণসামগ্রী বিতরন করা হয়েছে।
পদক্ষেপ এর সহকারী পরিচালক ও জোনাল ম্যানেজার রফিকুল ইসলাম, বলেন, ১৯৮৬ সালে বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলা থেকে পদক্ষেপ এর কার্যক্রম শুরু করা হয়। বর্তমানে দুর্যোগ মোকাবেলা,স্বাস্থ্য, শিক্ষা, স্যানিটেশন, কমিউনিটি উন্নয়ন কার্যক্রম, ঋণসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড পরিচালনা করে আসছে এই সংস্থাটি।
কমেন্ট করুন