সাইফ উল্লাহ, স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জের ধর্মপাশা ও মধ্যনগর উপজেলার ফসল রক্ষা বাঁধ পরিদর্শন করেন, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। বৃহস্পতিবার দিন ব্যাপী দু উপজেলার হাওর রক্ষা বাঁধ পরিদর্শন করেন। ধর্মপাশায় সাথারিয়া পাথারিয়া ৯৮ নং পিআইসি, চন্দ্র সোনা তাল, টংঙ্গীর বাঁধ ও মধ্যনগর উপজেলার সাল দিঘা হাওর, বুয়ালা হাওর, ঘুরাডোবা হাওর,সরেজমিনে পরিদর্শন করেন সুনামগঞ্জ -১ আসনের মাননীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। নির্বাহী প্রকৌশলী পাউবো সুনামগঞ্জ মো. জহুরুল ইসলাম, ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসীর হাসান পলাশ, উপজেলা প্রকৌশলী এলজিইডি আরিফ উল্লাহ খান ধর্মপাশা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন আক্তার, ধর্মপাশা এসএই পাউবো মোঃ ইমরান হোসেন, জয়শ্রী ইউপি চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী, ইউপি আওয়ামী লীগ এর সহ সাধারণ সম্পাদক ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক শাহ আব্দুল বারেক ছোটন, শ্রমিকলীগের সহ সভাপতি মো. নুরুজ্জামান, যুগ্ন সাধারণ সম্পাদক সাদেক হোসেন জিটু সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ উপস্থিত ছিলেন। এমপি রতন বলেন, সঠিক সময়ে বাঁধের কাজ সম্পন্ন করতে হবে। যদি কেউ কোন প্রকার দুনীর্তি করে তাহলে তার বিরুদ্ধে ক্যবস্থা গ্রহণ করা হবে।
কমেন্ট করুন