তাহিরপুর প্রতিনিধিঃ তাহিরপুরের হাওর পাড়ের লোকজনের জরুরী স্বাস্থ্যসেবার জন্য এ নৌ-অ্যাম্বুলেন্সটি দেওয়া হয়েছিল। কিন্তু তা হাওরাঞ্চলের রোগীদের জন্য একদিনও ব্যবহার করা হয়নি। বর্তমানে তা স্বাস্থ্য কমপ্লেক্সের পুকুর পাড়ে অচল হয়ে পড়ে আছে। রক্ষণাবেক্ষণের অভাবে ভেতরে ময়লা-আবর্জনা জমে এটি এখন একেবারেই বিকল হয়ে গেছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে তাহিরপুরের আড়াই লক্ষাধিক মানুষের দ্রুত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য প্রায় দশ বছর আগে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক এ নৌ-অ্যাম্বুলেন্সটি তাহিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে দেওয়া হয় কিন্তু তা কিন্তু তা জনগনের কোন কাজে আসেনি।
তাহিরপুর উপজেলা সদরের গোবিন্দশ্রী গ্রামের শনি হাওরপাড়ের কৃষক সেলিম আখঞ্জী বলেন,নৌ অ্যাম্বুলেন্সটি দেওয়ার পর থেকেই বছরের পর বছর কখনো নদীতে কখনো পুকুরে, কখনো নদীর পাড়ে শুকনা জায়গায় দেখে আসছি। শুধু মাত্র অযত্নে আর অবহেলায় অ্যাম্বুলেন্সটি এখন অকেজো হয়ে পড়ে আছে।
এ ব্যাপারে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সৈয়দ আবু আহমদ শাফী বলেন,আমি এখানে নতুন যোগদান করেছি এ বিষয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেব।
কমেন্ট করুন