আজ শুক্রবার দুপুরে উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের মাহারাম নদী সংলগ্ন এলাকায় যাদুকাটা তাঁবু বাস এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন- সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহমেদ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি মফিজ উদ্দিন বলেন, পর্যটন এলাকা তাহিরপুরে ব্যক্তি উদ্যোগে পর্যটকদের জন্য তাঁবুবাসের ব্যবস্থা প্রসংশার দাবি রাখে। যারা এখানে এসে রাত্রিযাপন করবেন তারা মুগ্ধ হবেন বলেই আমার বিশ্বাস। তিনি পর্যটকদের নিরাপত্তা, স্যানিটেশন ও খাবারের দিকগুলো যেন বিশেষভাবে নজর রাখা হয়।
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সুনামগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমান, পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাসমির রেজা।
পুলিশ সুপার মিজানুর রহমান এমন পরিবেশে সুন্দর আয়োজনের জন্য উদ্যোক্তাদের ধন্যবাদ জানান।
যাদুকাটা তাঁবু বাসের উদ্যোক্তা কাসমির রেজা বলেন, শিমুল বাগান, যাদুকাটা, নীলাদ্রি ঘুরতে আসা পর্যটকরা আমাদের তাঁবুতে স্বস্তিতে ও নিরাপদে থাকতে পারবেন। তাদের আমরা ঘরোয়া পরিবেশে খাবার পরিবেশনেরও ব্যবস্থা রাখছি।
এ সময় উপস্থিত ছিলেন- তাহিরপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার সাহিদুর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ তরফদার, বাদাঘাট ইউনিয়নে নবনির্বাচিত চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন ও বড়দল উত্তর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মো. মাসুক মিয়া, যাদুকাটা তাঁবু বাস প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক আসাদ জাহান, পরিচালক নারজেল হোসেন, ছড়াকার কবির আহমদ আশরাফ প্রমুখ।
কমেন্ট করুন