তাহিরপুর প্রতিনিধি:
সুনামগঞ্জের তাহিরপুরে মোটরসাইকেলের চাপায় এক পথচারী শিশু নিহত।থানা পুলিশের অভিযানে আটক মোটরসাইকেল চালক।শুক্রবার(৭জানুয়ারী)উপজেলার বড়দল দক্ষিণ ইউনিয়নের তাহিরপুর হতে বড়দল সড়কের,বড়দল গ্রামের পুরানহাটি পাকা রাস্তার সামনে এ দুর্ঘটনা ঘটে।স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশের তথ্যমতে জানাজায় শুক্রবার রাত ৮টার সময় তাহিরপুর হতে মোটর সাইকেল নিয়ে তাহিরপুর-বড়দল সড়কপথে দ্রুত গতিতে যাচ্ছিলেন মোটরসাইকেল চালক বিল্লাল (৩০),বড়দল গ্রামের পুরানহাটি পৌঁছালে রাস্তা পার হওয়া শিশু আদমান এর উপর চলন্ত অবস্থায় তোলে দেয়।এতে চলন্ত মোটরসাইকেল এর চাপায় ঘটনাস্থলেই নিহত হয়।নিহত শিশু উপজেলার বড়দল দক্ষিণ ইউনিয়নের বড়দল গ্রামের পুরান হাটির আজহারুল এর ছেলে আদমান (৮) মোটরসাইকেল চালক উপজেলার বড়দল দক্ষিণ ইউনিয়নের সাধেরকলা গ্রামের কোনাপাড়ার আবু সায়েদ এর ছেলে বিল্লাল( ৩০)ঘটনাস্থলেই তাহিরপুর থানা পুলিশ অভিযান চালিয়ে মোটরসাইকেল চালক বিল্লাল মিয়া কে আটক করা হয়।
এ বিষয়ে নিশ্চিত করেন তাহিরপুর থানা অফিসার ইন-চার্জ ওসি মোঃ আব্দুল লতিফ তরফদার।
কমেন্ট করুন