আমিনুল ইসলাম,তাহিরপুরঃ-তাহিরপুরে চলমান লকডাউনের কারণে বেকার দোকান কর্মচারী,হোটেলবয়,নাপিতও মোরগ ব্যসায়ীদেরকে প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। রবিবার বিকেলে উপজেলা পরিষদ প্রাঙ্গনে তাহিরপুর বাজারের ৮০ জন বেকার দোকান কর্মচারী,হোটেলবয়,নাপিতও মোরগ ব্যসায়ীদেরকে সামাজিক দুরত্ব বজায় রেখে এ খাদ্য সহায়তা প্রদান করা হয়। তাহিরপুর উপজেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় ত্রাণ সামগ্রী বিতরণ করেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো.রায়হান কবীর।এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের উপসহকারী প্রকৌশলী সুব্রত দাস প্রমূখ। খাদ্য সহায়তা বিতরণে আইনশৃঙ্খলা রক্ষায় আনসার সদস্যরা সার্বিক সহযোগীতা করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার স্বরুপ বিতরণ কৃত সহায়তার প্রতিটি প্যাকেটে ছিল ১০ কেজি চাল,২কেজি ডাল,১লিটার সয়াবিন তৈল,১ কেজি চিনি,১ কেজি লবণ,১ প্যাকেট সেমাই, ১কেজি আটা,আধা কেজি মুড়ি,১টি গোসলের সাবান।
কমেন্ট করুন