ডেস্ক রিপোর্টঃ- – তাহিরপুর কনফিডেন্স চাইল্ডকেয়ার একাডেমীর মা সমাবেশ অনুাষ্টত হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলার লাউড়েরগড় কনফিডেন্স চাইল্ড কেয়ার একাডেমী প্রাঙ্গনে কমিটির সাধারন সম্পদক সাংবাদিক আলম সাব্বিরের সভাপতিত্বে অনুষ্টিত সভায় শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন ছাত্র অভিভাবক জিলহজ¦ আহমদ। একাডেমীর সহকারী শিক্ষক শোয়েব আহমেদের সঞ্চালনায় চাইল্ডকেয়ার একাডেমীর সাধারন সম্পাদক ও সভার সভাপতি আলম সাব্বির বলেন,আল্লাহ পাকের অশেষ শুকরিয়া যে সরকারী নির্দেশনা মেনে আবারো এ প্রতিষ্টানটি চালু করতে পেরেছি।এভাবে দীর্ঘ সময় বন্ধ থাকার পর প্রতিষ্ঠানটি ধরে রাখার কারন হলো শিক্ষকগনের নিখাদ আন্তরিকতা।
শিক্ষকেরা বিনা বেতনে করোনা কালীন সময়ে সকল শিক্ষার্থীদের বাড়িতে বাড়িতে গিয়ে হোম ওয়ার্ক করেছেন,যেন ওরা ঝরে না যায়।অবিভাবকদের সাথে নিয়মিত যোগাযোগ রেখে নিজেদের সন্তানদের প্রতি খেয়াল রাখতে বলেছেন।বেসরকারী এ প্রতিষ্টনের জন্য বিরল দৃষ্টান্তই বলা চলে। তিনি প্রত্যেক মায়েদের কে অনুরোধ করে বলেন প্রত্যেক সন্তানকে স্বাস্থ্য সুরক্ষার জন্য শিক্ষা প্রতিষ্টানে আসার পুর্বে নিয়মিত গোসল,মাস্ক ও পরিস্কার জামা কাপর পরিধান এবং কিছুতেই কোমলমতি শিশুদের হাতে স্মার্টফোন হাতে না দেয়ার অনুরোধ জানান তিনি।
এ ছাড়া শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে মায়েদের ভুমিকা নিয়ে আলোচনা করেন একাডেমীর প্রধান শিক্ষক আলীনুর,সহকারী শিক্ষক টনি সিচাম,শোয়েব আহমেদ, অভিভাবক ফরজে এমরান ও বিদ্যালয়ের পরিচালক আছমা আক্তার।
কমেন্ট করুন