কামাল হোসেন,তাহিরপুর ::
কম্বলতো নয়! যেন কষ্টের মধ্যেও স্বর্গের সুখ পেয়েছেন তারা। এই কনকনে ঠান্ডা আর হাঁড় কাপানো শীতে সীমান্ত ঘেঁষে গ্রাম গুলোর হতদরিদ্র অসহায় মানুষ গুলো তাদের পরিবার পরিজন নিয়ে খাবার যোগানোটাই যেখানে তাদের কষ্ট সাধ্যের বাহিরে সেখানে এই শীতের গরম কাপড় ক্রয় করা তাদের স্বপ্নের মতো। এই প্রচণ্ড শীতে কাবু হয়ে কষ্টে দিনাতিপাত করা তাহিরপুর উপজেলার সীমান্ত গ্রামের ৬৫ বছর বয়সী বৃদ্ধা হামিদা বেগমের(৬৫) বিনামূল্যে শীত নিবারনের কম্বল হাতে পেয়ে তার মুখের মুচকি হাসিতেই বোঝা যায় যেন স্বর্গসুখ হাতে নিয়ে বাড়ি ফিরছেন।যেখানে দুমুঠো ভাত জোগাড় করে তাদের পরিবার নিয়ে বেচে থাকাটাই দায়! সেখানে এই শীতের দিনে শীত নিবারনের লেপ বা কম্বল কেনা স্বপ্নের মতো। ঠিক সেই সময় হামিদা বেগমের মতো জহিরুল ইসলাম ও জাহিদুল ইসলামসহ ওই এলাকার ২০ টি পরিবারের হাতে নিজ উদ্যোগে শীতের কম্বল তুলে দিয়ে পাশে দাড়ালেন খায়রুল আলম নামে এক মানবিক পুলিশ অফিসার।শীতার্ত মানুষের পাশে দাড়াই’ স্লোগানকে সামনে রেখে আজ (২৩ ডিসেম্বর বৃহস্পতিবার) বিকালে তাহিরপুর উপজেলার ট্যাকেরঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ খাইরুল আলম নিজ উদ্যোগ শীতার্ত অসহায় ২০টি পরিবারের হাতে শীতের কম্বল তুলে দেন এই মানবিক পুলিশ সদস্য।
এ সময় ট্যাকেরঘাট পুলিশ ফাঁড়িতে কম্বল নিতে আসা বেদে সম্প্রদায়ের মায়রুন বিবি(৬০), জহিরুল ইসলাম ও জাহিদুল ইসলাম বলেন, অভাবের তাড়ায় হামরা খাইবার পারিনাই আবার কম্বল কিনিব কিবে! হের কারণে সূর্য থাকেই শীত পড়ার আগেই ঘরে দরজা লাগাইয়ে পরনের শাড়ি গায়ে(শরীরে) মুড়িয়ে ছেলে মেয়ে নিয়ে ঘরের মধ্যে পড়ে থাহি। শীতের কারণে দম ফেলতে পারিনি। কম্বলডা পাইয়া এখন কিছুডা চিন্তামুক্ত হলাম। এই শীতে একটি কম্বল কত প্রয়োজন তা একমাত্র শীতে কষ্ট পাওয়া আমাদের মতো গরিবরাই বোঝে। শীতে কষ্ট পাওয়া মানুষ গুলো কম্বল হাতে পেয়ে এই প্রতিবেদককে তাদের মনে এই কথা গুলো শেয়ার করছিল তখন তাদের চোখে ঝড়ছিল আনন্দের অশ্রু।
এসময় কম্বল বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান হাজ্বী রিয়াজ উদ্দিন খন্দকার লিটন।আরও উপস্থিত ছিলেন, ইউনিভার্সেল গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ইঞ্জিনিয়ার এ.এইচ.এম জুয়েল মাহমুদ, সুনামগঞ্জ জেলা সেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি মোঃ আবুল খায়ের, তাহিরপুর উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আবু জাহান তালুকদার সহ ট্যাকেরঘাট পুলিশ ক্যাম্পের সদস্যবৃন্দ।
কমেন্ট করুন