উজান থেকে নেমে আসা ঢলের পানিতে তাহিরপুর উপজেলার সকল নদ-নদী ও টাংগুয়ার হাওরে দ্রুত পানি বাড়ছে।
আগামি ৪৮ ঘন্টার মধ্যে বিপদ সীমার উপর দিয়ে পানি প্রবাহিত হয়ে আকষ্মিক বন্যা হতে পারে বলে হাওরাঞ্চলের পিআইসি’র সকল সদস্য সহ কৃষকগণ এবং সংশ্লিষ্ট সকলকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার জন্য অনুরোধ জানিয়েছেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব রায়হান কবীর।
তিনি যেসকল হাওরে ৮০ ভাগ ধান পেকেছে এমন ধান দ্রুত কেটে ঘরে তোলার জন্য কৃষক ভাইদের অনুরোধ জানান।
জনাব রায়হান কবীর বলেন,আমরা বাঁধেই আছি। হাওরের সমস্ত ফসল সংগ্রহ না হওয়া পর্যন্ত বাঁধেই থাকব ইনশা আল্লাহ।তিনি এ দুর্যোগ মুহূর্তে সকল শ্রেণীপেশার লোকজনের নিজনিজ অবস্থান থেকে সাহায্য ও সহযোগিতার আহবান জানান (প্রেস বিজ্ঞপ্তি)
কমেন্ট করুন