বিশেষ প্রতিনিধি
কড়ইগড়া কিয়ামতপুর সেতুর কাছে উঠা মাত্রই জীবন যায় যায় অবস্থা মনে হয়। সেতুটির অবস্থান উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে।
এ ওয়ার্ডের ইউপি সদস্য কফিল উদ্দিন জানান, গত কয়েক দিন আগে তার ওয়ার্ডের রাজাই গ্রামের আজিজুল ইসলামের স্ত্রী তার শিশু বাচ্চা নিয়ে বারহাল গ্রামের উদ্দেশ্যে মোটরসাইকেল যোগে যাওয়ার পথে দুর্ঘটনায় আহত হন। এছাড়াও দুই বছর আগে রজনী লাইন গ্রামের একটি মেয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় মারা যায়। সেতুটি মেরামতের জন্য তিনি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও তৎকালীন দুই মেয়াদের সংসদ সদস্যদের কাছে বারবার আবেদন নিবেদন করেছি।
তিনি আরও জানান, সেতুটির পাশে বয়ে গেছে শুকনো মাহারাম নদী। এ নদী পারাপার হতে হয় এলাকার লোকজন সহ হাজার হাজার পর্যটককে। টাঙ্গুয়ার হাওর, শিমুল বাগান ও নীলাদ্রি লেকে আসা যাওয়ার মধ্যবর্তী স্থানে সেতুটির অবস্থান। শুকনো মাহারাম নদ পারাপারে প্রতি জনের কাছ থেকে ২০ থেকে ৩০ টাকা করে আদায় করা হয়। স্থানীয় ইজারাদার ইচ্ছা করলে সেতুটির পূর্বপাশ দিয়ে চলাচলের জন্য একটি চাটাই দিয়ে সেতু নির্মাণ করে দিলে জনগণের চলাচলে সুবিধা হবে।
উত্তর বড়দল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নোয়াজ আলী বলেন, মাহারাম নদী বছরে ৬ মাস শুকনো এবং ৬ মাস পানি থাকে। ইউনিয়ন পরিষদ জনগণ পারাপারের সুবিধার্থে ৬ মাসের জন্য জালাল নামে এক ব্যক্তিকে ইজারা দিয়েছিল। নতুন করে উপজেলা প্রশাসন থেকে ইজারা দেয়ার ব্যবস্থা করা হবে। তাছাড়া ‘কড়ইগড়া কিয়ামতপুর সেতুটি নির্মাণ কাজের টেন্ডারও হয়ে গেছে। কাজটি যাতে দ্রুত শুরু করা হয় সে ব্যাপারে তিনি উপজেলা ইঞ্জিনিয়ার অফিসে যোগাযোগ করেছেন বলে জানান। নির্মাণ কাজের আগে বিকল্প রাস্তা নির্মাণ করার দাবি জানান তিনি।
উত্তর বড়দল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাসুক মিয়া বলেন, কড়ইগড়া কিয়ামতপুর সেতুর নির্মাণ কাজ দ্রুততম সময়ের মধ্যেই শুরু করা হবে। এর আগে জনগণ চলাচলের সুবিধার্থে বিকল্প সড়কও তৈরি করে দেয়া হবে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এজিইডি) তাহিরপুর এর উপসহকারী প্রকৌশলী ফজলুল হক বলেন, যাদুকাটা সেতুর পশ্চিম পাড় হতে নীলাদ্রী পর্যন্ত মাহারাম সেতু ও ‘কড়ইগড়া কিয়ামতপুর সেতু’ টেন্ডার প্রক্রিয়ার যাবতীয় কাজ শেষ হয়েছে। আমরা ঠিকাদারী প্রতিষ্ঠানকে বলে দিয়েছি তারা যেন ‘কড়ইগড়া কিয়ামতপুর সেতু’র কাজটি আগে শুরু করে। এছাড়াও জনগণ চলাচলের সুবিধার্থে সেতুটির পূর্ব পাশ দিয়ে বিকল্প সড়ক করে দেয়ার জন্য উপজেলা প্রকৌশলীর সাথে আলোচনা হয়েছে।
কমেন্ট করুন