দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি ::
সুনামগঞ্জে দিরাইয়ের মেঘনা বারোঘর জলমহাল নিয়ে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে ১ জন নিহত ও উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছে। নিহত রুহেদ মিয়া (৪৫) ভাটিপাড়া গ্রামের মৃত আব্দুস শহীদের ছেলে। সংঘর্ষে নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন দিরাই থানার ওসি মো. আজিজুর রহমান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মেঘনা বারোঘর জলমহালের দখলদারিত্ব নিয়ে দীর্ঘদিন ধরে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায় ও যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া আওয়ামীলীগের সহসভাপতি কাজল নূরের মধ্য বিরোধ চলে আসছিলো।
সোমবার দুপুরে ভাটিপাড়া ইউনিয়নের চক্করের মাঠে প্রদীপ রায় গ্রুপের ভাটিপড়া গ্রামের শাহআলম দ্বীপ ও কাজলনূরের গ্রুপের মধ্যে দেশীয় অস্ত্র নিয়ে ঘন্টা ব্যাপী সংঘর্ষ হয়। সংঘর্ষে কাজলনূর গ্রুপের রুহেদ মিয়া নিহত হয়।
এছাড়াও উভয় পক্ষের অন্তত ৩০ জন আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে ১ জন নিহত ও উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছে। আহতরা হলেন, সুয়েদ মিয়া (৪০), জসিম( ২৮), ফয়জুল (৪২), অন্তর(২০), সুজানুর(২৫), ফাহিন রহমান (৩০), মিলন(২০), নাদের মিয়া(৩৫),ওয়াছিনুর(২৫), মেহেরাজ (২০),মরি (৩০), সানোয়ার(৩৫), আকবর (৩০),আনোয়ার হোসেন(৩০)প্রমুখ।
আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে বলে জানিয়েছেন দিরাই থানার ওসি আজিজুর রহমান। পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে বলে জানান তিনি।
কমেন্ট করুন