দিরাই সংবাদদাতা :: যুক্তরাজ্যস্থ সামাজিক সংগঠন ‘সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশনের নতুন কার্যকরী কমিটির আনুষ্ঠানিক অভিষেক সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে তিন গুণি ব্যক্তিকে সম্মাননা প্রদান করে সংগঠনটি। গত সোমবার যুক্তরাজ্য সময় সন্ধ্যা ৭টায় লন্ডনের একটি কমিউনিটি সেন্টারে সংগঠনের সভাপতি আরমান আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নিয়াজুল ইসলাম চৌধুরী, কমিউনিটি ব্যক্তিত্ব খালেদ রেজা খান, ডা. রোয়াব উদ্দিনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বৃটিশ পার্লামেন্টের মেম্বার আফসানা বেগম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার আহবাব মিয়া, বৃটিশ বাংলাদেশ টিচার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সিরাজুল বাসিত চৌধুরী, বি বি সি’র ডাইরেক্টর সাংবাদিক শফিকুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সংগঠনের উপদেষ্টা জুনেদ আহমদ সুন্দর, মাস্টার আমির উদ্দিন, সংগঠনের ট্রেজারার শফিক আহমদ, সহসভাপতি শাহ সানোয়ার হোসাইন, আব্দুস শহীদ, ১ম যুগ্ম সাধারণ সম্পাদক মাসুক আহমদ সরদার, যুগ্ম সম্পাদক জয়নাল আবেদীন, রাজু মিয়া, সাংগঠনিক সম্পাদক সাব্বির খান, রাসেল আহমদ প্রমুখ। কোরআন তেলাওয়াত করেন সংগঠনের ধর্ম বিষয়ক সম্পাদক লুৎফর রহমান।
সমাজসেবায় বিশেষ অবদান রাখায় দবিরুল ইসলাম চৌধুরী, সাজ্জাদ মিয়া, জিল্লুল হোসাইন কে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
কমেন্ট করুন