গোলাপগঞ্জ প্রতিনিধিঃ-গোলাপগঞ্জে ১০দিন ধরে মানসিক ভারসাম্যহীন এক তরুণী নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় সম্ভাব্য সকল স্থানে খোঁজ করলেও তার সন্ধান পাওয়া যায়নি। সে পৌর এলাকার ৪নং ওয়ার্ডের কৃষক আব্দুল মানিকের মেয়ে ফরিদা বেগম (২২)। এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে (ডায়েরী নং-৮৭৮, তাং-১৭.০৮.২১) । সাধারণ ডায়েরী ও পরিবার সূত্রে জানাযায়, ফরিদা বেগম দীর্ঘদিন যাবৎ মানসিক ভারসাম্যহীনতায় ভোগছে । পরিবারের পক্ষ থেকে তার চিকিৎসাও চলছে। গত ১১ আগস্ট শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে পরিবারের সকলের অজান্তে বাড়ী থেকে বের হয়ে আর ফিরে আসেনি। ঐদিনই তার পরিবার আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সকল স্থানে খোঁজ নিলেও তার কোন সন্ধান পায়নি। পরবর্তীতে গোলাপগঞ্জ মডেল থানায় সন্ধান চেয়ে একটি সাধারণ ডায়েরী করে। ফরিদা বেগম সিলেটের আঞ্চলিক ভাষায় কথা বলে। তার গায়ের রং ফর্সা, হালকা শরীর ও গোলাকার মুখ। নিখোঁজ ফরিদা বেগমের বাবা সমাজের সকলের কাছে তার মেয়ের সন্ধান চেয়ে আকুতি জানিয়েছেন। যদি কোন সহৃদয় ব্যক্তি ফরিদা বেগমের সন্ধান পেয়ে থাকেন তাহলে ০১৪০৪ ২১৬৪৭৭ অথবা ০১৭৮০ ৬৩১৪৮৮ এই নাম্বারে অথবা গোলাপগঞ্জ মডেল থানায় যোগাযোগের জন্য অনুরোধ জানিয়েছেন।
কমেন্ট করুন