সোহেল আহমদ সাজু, তাহিরপুর ঃ-দীর্ঘদিন ধরে কোভিড-১৯ এর প্রভাবের করণে পর্যটন কেন্দ্র সহ সারা দেশজুড়ে ছিল লগডাউন। লগডাউন কাটিয়ে স্বাস্থ্য বিধিনিষেধ না মেনেই পর্যটকদের ভিড় বেড়েছে সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার দর্শনিয় স্থান টাঙ্গুয়ার হাওর, নীলাদ্রি লেক(শহীদ সিরাজ লেক), বারেকটিলা ও শিমুল বাগান সহ বিভিন্ন দর্শনীয় স্থানে। পর্যটকরা নৌকা ভাড়া করে কোন স্বাস্থ্য বিধি নিষেধ না মেনেই চলছে। বৃহস্পতিবার দুপুরে দেখা গেছে বিভিন্ন বয়সের নারী -পুরুষ টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ার নামক স্থানে বেশি ভিড় জমাচ্ছে। কেও কেও হাওড়ের পানিতে গোসল করছে আবরে কেও ছবি তুলার কাজে ব্যস্থ সময় পর করছে। মুখে মাস্ক পরার কথা থাকলেও কারও মুখেই নেই মাস্ক।
সিলেট থেকে ঘুরেতে আসা পর্যটক আব্দুল কুদ্দুস নোমান জানান, তাহিরপুর পর্যটন এরিয়াতে আমি অনেকবার এসেছি, এখন যেটি উপলব্ধি করছি সরকার লগডাউন শিথিল করলেও কিছু বিধিনিষেধ মানার জন্য বলেছে কিন্তু কেউ তা মানছে না।
নীলাদ্রি লেকের পাড়ে চা বিক্রিতা রতন মিয়া জানান, পর্যটক যারাই আইতাছে কেওই মুখে মাস্ক পড়ে নাই। নেই কোন সামাজিক দূরত্ব।প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।
এইব্যপার উপজেলা নির্বাহি কর্মকর্তা মোঃ রায়হান কবির বলেন, আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
কমেন্ট করুন