বিশেষ প্রতিনিধি ঃ দেশের অন্যান্য স্থানের মতো তাহিরপুরেও করোনা ভাইরাসের সংক্রমণ আশঙ্কাজনকভাবে বাড়ছে। জনসাধারণের ব্যাপক সম্পৃক্ততা ছাড়া করোনার সংক্রমণ রোধ করা দুঃসাধ্য। সে কারণে তাহিরপুর উপজেলা প্রশাসন স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়টিকে কেবলমাত্র প্রশাসনিকভাবে মোকাবিলা করার পরিবর্তে এটিকে একটি সামাজিক আন্দোলনে রুপান্তর করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। স্বাস্থ্যবিধি প্রতিপালনে জনসচেতনতা সৃষ্টি, সরকার ঘোষিত বিধি-নিষেধ বাস্তবায়ন, করোনা রোগীর ব্যাবস্থাপনা এবং করোনার ভ্যাক্সিন গ্রহণে জনসাধারণকে আগ্রহীকরণে প্রশাসন, পুলিশ ও স্বাস্থ্য বিভাগের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, শিক্ষক, ঈমাম, গণ্যমান্য ব্যক্তি ও স্বেচ্ছাসেবী নাগরিকগণকে সম্পৃক্ত করা হয়েছে। তাছাড়া, গণমাধ্যম কর্মীবৃন্দ শুরু থেকেই আমাদের সহায়তা করছেন। প্রতিটি ইউনিয়নে ইউপি চেয়ারম্যান এবং ওয়ার্ডে ইউপি সদস্যের সভাপতিত্বে পৃথক কমিটি গঠণ করা হয়েছে। এসকল কমিটিতে বিভিন্ন শ্রেণির প্রতিনিধিগণ অন্তর্ভুক্ত রয়েছেন যারা প্রান্তিক পর্যায়ে করোনা মোকাবিলায় কাজ করছেন। এসকল কমিটির কার্যক্রম সমন্বয় ও মনিটরিং এর জন্য উপজেলায় কর্মরত ০৭ জন কর্মকর্তাকে ইউনিয়নভিত্তিক দায়িত্ব প্রদান করা হয়েছে। এছাড়া, করোনা সংক্রান্ত জেলা ও উপজেলা কমিটি সামগ্রিক কার্যাবলী মনিটর করছে এবং প্রয়োজন অনুযায়ী বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করছে।
তাহিরপুর উপজেলার সকল সম্মানিত নাগরিককে এ সামাজিক আন্দোলনে অংশ গ্রহণের জন্য উদাত্ত আহবান জানানো হয়েছে। সকলকে নিজ নিজ অবস্থানে থেকে স্বাস্থ্যবিধি প্রতিপালন ও সরকার ঘোষিত বিধি-নিষেধ বাস্তবায়নে ইউনিয়ন ও ওয়ার্ড কমিটিকে সহায়তা করার জন্য অনুরোধ করা যাচ্ছে।
স্বাস্থ্যবিধি সম্পর্কিত বিধি-নিষেধ বাস্তবায়নে আজ ২৬/০৭/২০২১ তারিখে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, তাহিরপুর জনাব মোঃ আলাউদ্দিন মোবাইল কোর্ট পরিচালনা করেন এবং স্বাস্থ্যবিধি সংক্রান্ত বিধি-নিষেধ না মানায় ১৩ টি মামলায় ১৩ জন ব্যক্তিকে মোট ১৩,৭০০ টাকা অর্থদন্ড আরোপ করেন। জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ ধরণের অভিযান থাকবে।
কমেন্ট করুন