শান্তিগঞ্জ(সুনামগঞ্জ)প্রতিনিধি ঃঃ- আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে প্রস্তুতিমূলক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে শহরের পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এম এ মান্নানের বাসভবনের বাংলোতে এ সভা অনুষ্ঠিত হয়।
শান্তিগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি জ্যোতিভূষণ তালুকদার ঝন্টুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুরঞ্জিত চৌধুরী টপ্পা ও যুগ্ম সম্পাদক সমিরন চন্দ্র দাসের যৌথ সঞ্চালনায়ে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি এডভোকেট বিমান কান্তি রায়।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক বিমল বণিক জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি এডভোকেট গৌরাঙ্গ পদ দাস, শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সিতাংশু শেখর ধর,সাংগঠনিক সম্পাদক এডভোকেট রাধাকান্ত সূত্রধর, সহ কোষাধ্যক্ষ সুজিত দেব, বীরমুক্তিযোদ্ধা রবীন্দ্র তালুকদার অনিল কান্তি দাস, শান্তিগঞ্জ থানার সেকেন্ড অফিসার দেবাশীষ সূত্রধর, রনসিন্ধু তালুকদার, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ননী ভূষণ দাস, কোষাধ্যক্ষ রঞ্জিত সূত্রধর, লিংকন তালুকদার, বিজয় দাস, মানিক লাল চক্রবর্তী, সুধা মজুমদার, ভৈরব সূত্রধর, জয়ন্ত তালুকদার পুল্টন,সুকুমার দাস, রানু তালুকদার, রাজন দেব, মৃদুল দাস, দিলীপ দাস ,নিরঞ্জন সূত্রধর প্রমূখ।
নেতৃবৃন্দরা বলেন সাম্প্রদায়িক সম্প্রীতির জেলা সুনামগঞ্জে প্রতি বছরের ন্যায় এবারো আনন্দঘন পরিবেশে এবং নির্বিঘ্নে শারদীয় দূর্গোৎসব অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। তারা বলেন আমরা সামাজিক দূরত্ব বজায় রেখে করোনাকালীন সময়ে মায়ের নিকট চাইব যেন মা দেশের মানুষজনকে করোনা মহামারীতে পরিত্রান দেন।
কমেন্ট করুন