ডেস্ক রিপোর্ট-ঃ সিলেটে পাঁচদিনের সফরে আসছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি । আগামী ৮ সেপ্টেম্বর ঢাকা থেকে বিমানযোগে তিনি সিলেটে এসে পৌঁছাবেন,এরপর যাবেন সুনামগঞ্জে।সেখানে ১২ সেপ্টেম্বর অবধি তিনি অবস্থান করবেন।
পরিকল্পনা মন্ত্রীর একান্ত সচিব মো. হারুন অর রশীদ সাক্ষরিত সফরসূচি থেকে আজ সোমবার এসব তথ্য জানা গেছে।
সফরসূচিতে দেখা যায়,আগামী বুধবার বেলা পৌনে ২টার দিকে বিমানযোগে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। সেখান থেকে গাড়ি যোগে সুনামগঞ্জের শান্তিগঞ্জে নিজ বাড়িতে যাবেন তিনি।
বৃহস্পতিবার পাগলা-বীরগাঁও রাস্তা সংস্কার কাজের উদ্বোধন, উপজেলা মৎস্য অফিস কর্তৃক মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে যোগদান,বীর গাঁওয়ে নৌকাবাইচ প্রতিযোগিতায় উপস্থিতি ও বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেবেন তিনি।
আগামী শুক্রবার সুনামগঞ্জ জেলা পরিষদে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান, সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি কর্তৃক সম্মাননা প্রদান অনুষ্ঠানে যোগদান করবেন মন্ত্রী।
এম এ মান্নান আগামী শনিবার নবগঠিত মধ্যনগর উপজেলার উন্নয়ন শীর্ষক সুধী সমাবেশে যোগদান করবেন।
পরদিন রোববার সুনামগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করবেন মন্ত্রী।এ অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদের উপস্থিত থাকার কথা রয়েছে।
কমেন্ট করুন