জৈন্তাপুর প্রতিনিধি– করোনা ভাইরাসের কারণে দীর্ঘ ১৭ মাস বন্ধের পর শিক্ষা প্রতিষ্ঠান খোলার প্রস্তুতি নেয়া হচ্ছে। আগামী ১২ সেপ্টেম্বর দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ লক্ষে জৈন্তাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার উদ্যোগে উপজেলার সকল কলেজ, মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও প্রাথমিক বিদ্যালয়ের প্রধানগণের অংশগ্রহনে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। অদ্য ৮ সেপ্টেম্বর বুধবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তন, জৈন্তাপুর এ আয়োজিত প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত আজমেরী হক।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সোলেমান হোসেন, ইমরান আহমদ মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ শাহেদ আহমদ, জৈন্তাপুর সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহানাজ আফরোজ রুজি, তৈয়ব আলী কারিগরি কলেজের অধ্যক্ষ রোহিনী রঞ্জন দে, উপজেলা একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন, খরিল নেজামুল উলুম আলিম মাদ্রাসার সুপার মাওলানা মুজিবুর রহমান, জৈন্তা দারুছ ছুন্না জামিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার সুপার মাওলানা ফয়জুর রহমান চৌধুরী, ব্রিগেডিয়ার মজুমদার বিদ্যা নিকেতন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সাইদ তালুকদার, হরিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজির আলী সরকার, রমজান রুপজান বাগেরখাল একাডেমীর প্রধান শিক্ষক সিরাজুল হক, বিয়াম ডাঃ কুদরত উল্লাহ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবু সুফিয়ান বেলাল, আমিনা হেলালী টেকনিক্যাল ইনস্টিটিউটের অধ্যক্ষ হেলাল আহমদ, তৈয়ব আলী ডিগ্রি কলেজের শিক্ষক খছরু নোমান, লামনীগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক প্রমুখ।
কমেন্ট করুন