২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৯শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সংবাদ শিরোনামঃ
সুনামগঞ্জ বিজিবির অভিযানে দেড় কোটি টাকার ভারতীয় পণ্য আটক সুনামগঞ্জের শাল্লা উপজেলার ফসল রক্ষা বাঁধের কাজ নিয়ে অনৈতিক অভিযোগের কারণে  স্থগিত পিআইসি গঠন কার্যক্রম।  বিশ্বম্ভরপুরে উপজেলা যুব ফোরামের র‍্যালী ও মানববন্ধন বিশ্বম্ভরপুরে বেগম রোকেয়া দিবস পালিত বিভিন্ন কর্মসূচিতে বিশ্বম্ভরপুরে আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস ব্যারিস্টার মইনুল হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী আজ উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে প্রায় সব প্রস্তুতি শেষ হয়েছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিশ্বম্ভরপুরে জলবায়ু পরিবর্তন ও জেন্ডার বিষয়ক প্রশিক্ষণ সুনামগঞ্জে গানে গানে বাউল কামালের ১২৩ তম জন্মবার্ষিকী পালিত আগ্নেয়াস্ত্র সহ তাহিরপুর সীমান্তে ৩ যুবক আটক সুনামগঞ্জে ১২০ টাকায় পুলিশে চাকরি পেলেন ৭২ তরুণ-তরুণী  হাওরে অভিযান চালিয়ে নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ , ৫ জেলে আটক সুনামগঞ্জের তাহিরপুর থানা পুলিশের উদ্যোগে সাম্প্রদায়িক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত বিশ্বম্ভরপুরে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা বিচারের নামে অবিচার হয়, নারী কোথাও নিরাপদ নয়” শরীর নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস-২০২৪ অনুষ্ঠিত তাহিরপুরের পাতারগাঁও অবৈধ বাঁধ দিয়ে পানি আটকিয়ে চাদাঁ নেয়ার প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে হেফাজতে ইসলামের বিক্ষোভ ও প্রতিবাদ সভা টাংগুয়ার হাওরকে নষ্ট করা যাবে না,অপরিকল্পিত ফসল রক্ষা বাঁধ নির্মাণ ও করা যাবে না—-পানি সম্পদ উপদেষ্টা রিজওয়ানা হাসান তাহিরপুর হাওরাঞ্চলে অন্তর্বর্তীকালীন সময় সরকারের দুই উপদেষ্টা তাহিরপুর সদরে পল্লী বিদ্যুৎ সাবস্টেশন স্থাপনের দাবিতে মানববন্ধন
সোনালী অতীত,পর্ব-৫

সোনালী অতীত,পর্ব-৫

 শাহ জাহান আহমেদ (মাল্টা থেকে)

হাজার বছর ধ’রে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে,
সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে
অনেক ঘুরেছি আমি; বিম্বিসার অশোকের ধূসর জগতে
সেখানে ছিলাম আমি; আরও দূর অন্ধকারে বিদর্ভ নগরে;
(জীবনানন্দ দাশ)

বারিক টিলার পূর্ব নাম ছিল বড়গোপ টিলা। এখানে আব্দুল বারিক নামের একজন লোক ছিলেন। আধ্যাত্মিক লাইনের ,ফকিরী ও গান বাজনা নিয়ে ব্যস্ত থাকতেন ও এই টিলাতে বহুদিন বসবাসের কারনে সবার কাছে এক নামে পরিচিত ছিলেন, এতেই নাম হয় বারিক টিলা।
এই ভাবে চান মিয়া নামে একজন লোক ছিল গাজা আসক্ত ছিল ,এই ঘাটে তার ছোট্ট একটি ঘর ছিল । মুলত;সে ছিল বিজিবির মাঝি এবং এদিকে যত লোক আসত নদী পারাপারের একমাত্র চান মিয়াই ছিল ভরসা যা বর্তমানে বিখ্যাত চান মিয়ার ঘাট নামে পরিচিত ।
টিলার নদীর পাড়ে ভারত বাংলাদেশ সীমানার কাছে একটি বিরাট বটগাছ ছিল। গাছটির বয়স কত তা আমদের অনুমানের বাহিরে এবং গাছটির কাছে বাঘের গাত (স্থানীয় ভাষা) নামে খাড়া ও গভীর পানিতে গর্তের মত ছিল । ঐখানে প্রচুর মাছও বড় বড় পাহাড়ি ভেসে আসা গাছ পাওয়া যেত ,যা বর্তমানে কিছুই নাই। মানুষের বিশ্বাস ছিলে কেউ যদি ঐ বট গাছের ডাল কাটে তবে সে মারা যাবে।
তখনকার দিনে মানুষের বর্ষাকালে একটা পেশা ছিল নদীর মধ্যে গাছ ও লাকরী ওঠানো সেই সাথে,প্রচুর গাছ পাওয়া যেত ,যা টাকা কামানোর সুযোগ ছিল।
পাহাড়ে বৃষ্টি হয় বর্ষাকালে,এই বৃষ্টির পানি পাহাড় থেকে দ্রুত নেম আসে নিচের নদীতে শতশত ঝরনার মাধ্যমে ,সাথে আসে গাছ ,বালু ,পাথর ও কয়লা। পানি এত দ্রুত নেমে আসে যে অনেক সময় গ্রামের মানুষ ঘাটের নৌকা সঠিক জায়গায় নেওয়ার সুযোগ পায়না।বর্তমানে এলাকায় জীবিকার এক মাত্র পথ বালু ও পাথর উত্তোলন ।কিছু মানুষ মাছ ধরার কাজে জড়িত ছিল,ভাদ্র /আশ্বিন মাসে প্রচুর মাছ উজানে যায় (প্রাকৃতিক ভাবে মাছের যে জায়গায় জন্ম, সেই জায়গায় ফেরত আসে)ডিসকভারি চ্যানেলের স্যামন মাছের মত,কিংবা ইলিশ মাছের মত ডিম পারার সময় নদীতে আসে, আবার ডিম পারা শেষ ফেরত যায় সমুদ্রে ।

বারেক টিলার বট গাছের নিকট নদীর গভীর পানিতে বড় বড় আইড় মাছ(ঘাগট মাছ)পাওয়া যেত, তিনটা বরশি একসাথে করে আইড় মাছের বসবাসের জায়গায় পাতা হত, মাছ তার বাসা তৈরি করতে গিয়ে পেট দিয়ে বালি সরাতে থাকে,কোন এক সময় বরশি

পেটে লেগে মাছ আটকে যায়।মাছ গুলো ছিল দেখার মত ও সুস্বাদু ,এই মাছ এখন বিলুপ্ত নদীতে।

এক সময় বারিক টিলাতে প্রচুর আনারস ও গাছ আলুর বাগান ছিল। ঐখানে মেরিনা দি’র মা ছুরানী মইর বিরাট আনারসের বাগানের সাথে আম এবং কাঁঠালের গাছ ছিল। আশে পাশে ছিল আরও আদিবাসীদের গাছ আলুর বাগান । গাছ আলু সম্ভবত পৃথিবীর সব জায়গায় কম বেশী হয়। আমি জাপানে দেখেছি গাছ আলু থেকে এক জাতের ওয়াইন তৈরি হয় , গ্লাসে প্লাস্টিকের ঢাকনা থাকে, যা খুবই হার্ড ড্রিংক হিসাবে বিবেচিত। ইউরোপে আসে এই গাছ আলু আফ্রিকা থেকে, যা সিদ্ধ দিয়ে খায় বিশেষ করে আফ্রিকানরা । মেঘালয়ে গাছ আলু থেকে পাউডার তৈরি করে রুটি হিসাবে খায়।

তৎকালীন সময় ভারতের মেঘালয়ের পাহাড় থেকে প্রচুর শুয়োর আসত । এখন কাঁটাতারের বেড়ার ফলে মনে হয় আসতে পারে না। আন্দ্রিয়দার সাথে রাজাই থেকে টাকেরঘাট পর্যন্ত অনেকবার শিকারে গেছি,সাধারণত রাত যখন গভীর হয় ,তখন পাহাড় থেকে নেমে আসে শুয়োর । কখনও কখনও শুয়োর বা খরগোশ শিকার করতে পেরেছি ,কিন্ত সব সময় নয়। সাধারণত পাহাড়ের নিচে মাটিতে লবন জাতীয় কিছু আছে তা শুয়োরের প্রিয় এবং তখন আবার পাকা ধানেরও সময়,এই দুই কারনে পাহাড় থেকে নেমে আসে। শুয়োর শিকার করা আবার রিস্কি, আহত শুয়োর বাঘের চেয়ে ভয়ংকর ।

বারিক টিলার পাড়ে এক প্রকার মাটি পাওয়া যেত ,উহা সিকর মাটি হিসাবে পরিচিত। ছোট ছোট পিছ করে রোদে  শুকিয়ে ও আগুনে পুড়ে সিকর হিসাবে বিক্রি হত। শুনছি গর্ভবতী মহিলাদের নাকি খুবই প্রিয়। ঐ মাটির স্বাদ, টক টক ও একটা অন্য রকম গন্ধ ছিলl এক বার এক মহিলার উপর সিকরের গর্ত ভেংগে পরে , ঐ মহিলাটি মারা যায়।ঐ মহিলা আমার পরিচিত ছিলেন।
ক্রমশ————

ছবি কৃতজ্ঞতা solaiman khan

শেয়ার করুন

কমেন্ট করুন





পুরাতন খবর খুঁজুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১