লতিফুর রহমান রাজু.সুনামগঞ্জ: সুনামগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে পৌর এলাকার ৭ নং ওয়ার্ডের পূর্ব তেঘরিয়া মড়ল হাটি,ও মাঝের হাটির তিন শতাধিক বানভাসীর মাঝে চাল, ডাল, তেল, সহ অন্যান্য সামগ্রী বিতরণ করেন। শুক্রবার রাতে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট সমর পাল এবং ওয়ার্ডের কাউন্সিলর আহসান জামিল আনাছ ও সুনামগঞ্জ জেলা প্রেসক্লাব সভাপতি লতিফুর রহমান রাজু বাড়ি বাড়ি গিয়ে এসব ত্রান প্রত্যেক পরিবারের হাতে তুলে দেন। গত চার দিন যাবত ঐ এলাকার মানুষ পানি বন্দি ছিল,কেউ কেউ আশ্রয় কেন্দ্রে আবার কেউ কেউ নিজ ঘরে উঁচু মাচাং বেধে আশ্রয় নিয়েছেন। জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরীর দৃষ্টি আকর্ষণ করলে উনি এডি এম কে দিয়ে বন্যার্ত দের মাঝে ত্রান কার্যক্রম চালান।
কমেন্ট করুন