লতিফুর রহমান রাজু,সুনামগঞ্জঃ- সুনামগঞ্জ জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা রবিবার ৮ আগষ্ট ভার্চুয়ালী অনুষ্ঠিত হয়েছে। সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আল-ইমরান রুহুল হোসেনের সঞ্চালনায় অংশ নেন সুনামগঞ্জ সদর আসনের সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, তাহিরপুর উপজেলা চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল, জেল সুপার নওশের ভূইয়া,পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সামসুদদোহা, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু ,উপজেলা চেয়ারম্যান ও ইউএনও গণ।
সুনামগঞ্জ সদর আসনের সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ বলেন সুনামগঞ্জ নির্মিতব্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের জন্য মাটি উত্তোলণ করার নামে নদী ভাঙন এলাকা হতে ড্রেজার মেশিন দিয়ে মাটি উত্তোলণ করার ফলে ঘর বাড়ি মন্দির মসজিদ হুমকির সম্মুখীন। কি পরিমান মাটি ও কোন জায়গাতে উত্তোলণ করবে তা নির্দিষ্ট করে দেয়া হোক। সুনামগঞ্জ বিজিবির অভিযানে যেসব মাদকদ্রব্য ও মালামাল আটক করা হয় তা আইনানুগ আদালতে উপস্থাপন করা হয় না। তাহিরপুর উপজেলা চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল বলেন যাদুকাটা নদীতে বালু-পাথর উত্তোলনের সুযোগ করে দেয়ায় মানুষের কর্মসংস্থান হয়েছে এ জন্য জেলা প্রশাসক কে ধন্যবাদ জানান। তিনি আরও বলেন মাহারাম নদীর তীর যেন অবৈধ ভাবে না কাটা হয় সেদিকে নজর রাখার আহ্বান জানান। সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত জানান মাদক ও চুরি শহরে কিছুটা বৃদ্ধি পেয়েছে।জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেছেন সুনামগঞ্জ জেলার আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক ও সন্তোষ জনক আছে।
কমেন্ট করুন