সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের কৃতি সন্তান দেশ বরেণ্য সাংবাদিক লেখক পীর হাবিবুর রহমান এর মরদেহ সোমবার দুপুর সাড়ে ১১ টায় সুনামগঞ্জ পৌরসভা চত্বরে বিভিন্ন শ্রেণিপেশার মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হয়। এতে সুনামগঞ্জ জেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পাশাপাশি সুনামগঞ্জের গণমাধ্যম কর্মীদের পক্ষ থেকেও তাকে শেষ শ্রদ্ধা জানান হয়। দুপুর ১ টায় সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজুর নেতৃত্বে সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সদস্য গণ সদ্য প্রয়াত পীর হাবিবুর রহমানের কফিনে পুষ্পস্তবক অর্পণ করে শেষ শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক হিমাদ্রি শেখর ভদ্র, সহ সভাপতি সেলিম আহমদ, আল হেলাল, সাবেক সহ সভাপতি শাহজাহান চৌধুরী,মাসুম হেলাল সাবেক সাধারণ সম্পাদক পীর মাহবুবুর রহমান, এমরানুল হক চৌধুরী, আশিকুর রহমান পীর, আব্দুস সালাম, লুৎফুর রহমান, দিলাল আহমদ, সামছুল কাদির মিছবাহ, তৌহিদ চৌধুরী, কর্ণ বাবু দাস মোশাইদ রাহাত, প্রমুখ।
কমেন্ট করুন