স্বপন কুমার বর্মন,বিশ্বম্ভরপুর(সুনামগঞ্জ)প্রতিনিধি: বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ ইউনিয়নের দশঘর( কাঠালবাড়ি)গ্রামের একটি অপ্রাপ্ত বয়সের কন্যার বাল্য বিবাহ প্রতিরোধ করলেন সহকারী কমিশনার(ভূমি)।
শুক্রবার (৬আগস্ট)দুপুরে দশঘর কাঠাল বাড়ি গ্রামের মুক্তার আলীর কন্যা সেলিনা আক্তার (১৪)এর বাল্যবিবাহ টি হওয়ার প্রস্তুতি চলছিল। এ সময় গোপন সূত্রের ভিত্তিতে খবর পেয়ে বিশ্বম্ভরপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি আসমা বিনতে রফিক পুলিশ ফোর্স সহ ঘটনা স্থলে উপস্থিত হয়ে বাল্য বিবাহটি
প্রতিরোধ করেন এবং প্রাপ্ত বয়স না হওয়া পর্যন্ত যাতে বিয়ে না হয় এ ব্যাপারে কনের অভিভাবকের কাছ থেকে একটি মুচলেকা নামা নেয়া হয়।
কমেন্ট করুন