স্বপন কুমার বর্মন বিস্বম্ভরপুর ঃ-
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় গত ১৬আগষ্ট মঙ্গলবার মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের একসিলারেটিং প্রটেকশন ফর চিলড্রেন (এপিসি) প্রকল্পের উদ্যাগে এবং ইউনিসেফের সহযোগিতায় উপজেলার ধনপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন চত্তর থেকে বাজার পর্যন্ত বিশ্ব পানিতে ডুবা প্রতিরোধে দিবস ” উপলক্ষে পানিতে ডুবে যাওয়া প্রতিরোধে করণীয় সম্পর্কে একটি গণসচেতনতার র্যালীর আয়োজন করা হয়। র্যালী পরবর্তীতে ধনপুর ইউনিয়ন পরিষদে সি আর এফ শাহ সৈয়দ উল হাসান এর সঞ্চালনায় একটি আলোচনাসভার আয়োজন করা হয়। এতে এই উপজেলার পাচটি শিশু ও কিশোর কিশোরী ক্লাবের অন্তত ৯০ জন সদস্য অংশগ্রহণ করে। র্যালী এবং আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্তিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সফর উদ্দিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাহমিদা ইয়াসমিন, উপজেলা তথ্য সেবা কর্মকর্তা , ধনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো মিলন মিয়া , ধনপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক গণ, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ, কমিউনিটি ফ্যাসিলিটেটর গণ এবং ইউপি সদস্যগণ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।সভায় বক্তারা পানিতে ডুবা থেকে রক্ষা পেতে সকলের সতর্কতা অবলম্বনের ব্যাপারে গুরুত্ব দেন। আর এ ব্যাপারে শিশু ও কিশোর কিশোরী ক্লাবের সদস্যরা চেঞ্জ মেকার হিসেবে কাজ করতে পারে।
কমেন্ট করুন